দোকান সরালে ফি মকুব
সর্বোচ্চ আদালতের রায়ে জাতীয় সড়ক লাগোয়া মদের দোকান ও অন শপগুলি (যেখানে বসে মদ খাওয়া যায়)-র বন্ধ হওয়া ঠেকাতে এ বার আবগারি নীতিতে কিছু বদল আনছে রাজ্য সরকার। বন্ধ দোকানের মালিকরা অন্য জায়গায় দোকান সরাতে চাইলেও, রাজ্য তাঁদের পাশে দাঁড়াচ্ছে।
advertisement
‘মদ’ বাঁচাতে তকমা ঘুচল রাজ্য সড়কের
এ ছাড়া আর উপায় ছিল না। মদের দোকান ও অন শপগুলি খোলা রাখতে রাজ্য সড়কের তকমা হারাল রাস্তার বেশ কিছু অংশ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ জানার পরে রাজ্যের মদের দোকানগুলি থেকে আসা রাজস্ব বাঁচানোই ছিল নবান্নের অগ্রাধিকার। তাই উল্টো পথে হেঁটে বেশ কিছু রাজ্য সড়ককে পুরসভার রাস্তা বলে ঘোষণা করল সরকার। নবান্নের এক কর্তা রসিকতা করে বলেন, ‘‘সাধারণত পঞ্চায়েত ও পুরসভার রাস্তাকে রাজ্য এবং জাতীয় সড়কে উন্নীত করা হয়। এ বার উলটপুরাণ হল!’’
পাকিস্তান নিয়ে ট্রাম্পের প্রস্তাব খারিজ দিল্লির
ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি এই ইঙ্গিত দিয়েছেন। তবে নয়াদিল্লির তরফে এ দিন বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারত চায় সন্ত্রাস বন্ধে পাকিস্তানকে চাপ দিক আমেরিকা। কিন্তু ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ের ক্ষেত্রগুলিতে তৃতীয় কারও হস্তক্ষেপ মানা হবে না।
বৃষ্টিভেজা নিজামের শহরে আজ শুরু ক্রিকেটের মহোৎসব
ডেভিড ওয়ার্নারের সঙ্গে চোখাচোখি হল বিরাট কোহালির। কিন্তু সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের মতো হা রে রে করে তেড়ে গেলেন না। বরং হাত বাড়িয়ে দিলেন। ঠাট্টা-ইয়ার্কি শুরু হয়ে গেল। সেখানে হাজির আরও ছয় দলের অধিনায়ক। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের গৌতম গম্ভীর যেমন আছেন, তেমনই আছেন সুরেশ রায়না। এবং, কী আশ্চর্য, বিরাটের চরম শত্রু অস্ট্রেলীয় স্টিভ স্মিথও আছেন। কিন্তু স্লেজিংয়ের কোনও চিহ্ন নেই।
রাজ্যকে আমিই এগিয়ে নিয়ে যাব: মমতা
রাজ্যের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে জনগণকে তাঁর উপরেই ভরসা রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের ২২তম জেলা ঝাড়গ্রামের পথচলা শুরু হল তাঁর হাত ধরেই। এ উপলক্ষে আয়োজিত রাজ কলেজের ময়দানের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতার আহ্বান, এই মানুষটাকে যদি বিশ্বাস করেন, তাহলে বলছি, আপনাদের সবার সহযোগিতায় রাজ্যের উন্নয়নকে আরও গতি দেব। কোনও ভেদাভেদ নয়, কেউ ছোট আর কেউ বড় এমনটাও নয়! শুধুমাত্র উন্নয়ন দিয়েই এগিয়ে নিয়ে যাব বাংলাকে। ভরসা রাখুন। ভরসা যে রাখা যায়, মমতার কথায় সায় দিয়ে সভাস্থলের হর্ষধ্বনি আর উল্লাস যেন এদিন সেই ইঙ্গিতই দিল।
২ রোগিণীর মৃত্যু ঘিরে রানাঘাটে নার্সিংহোম, ডাক্তারদের বাড়িতে ব্যাপক ভাঙচুর
চিকিৎসার গাফিলতিতে দুই রোগিণীর মৃত্যুর অভিযোগে মঙ্গলবার রানাঘাটে একটি নার্সিংহোম এবং দুই চিকিৎসকের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালাল উত্তেজিত জনতা। তিন জায়গাতেই ব্যাপক ভাঙচুর হয়। পরে কমব্যাট ফোর্স নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অন্যদিকে, এদিনই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ হয়েছে। চন্দ্রকোণায় একটি নার্সিংহোমেও ভুল অপারেশনের অভিযোগ তুলে মৃতদেহ থানায় রেখে সারাদিন বিক্ষোভ চলে। হাসপাতালের গাফিলতিতে একটি সদ্যোজাত শিশুর মৃত্যুতে বালুরঘাট জেলা হাসপাতালেও বিক্ষোভ হয়।
চীন ভেটো দিলেও মাসুদদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবই
চীন যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, ভেটো দিক পাকিস্তানের জয়েশ ই মহম্মদ সুপ্রিমো মাসুদ আজহারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়ার সবরকম চেষ্টা চালাবে আমেরিকা। আজ রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হেইলি বলেছেন, মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিয়ে তাকে নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় কোনও কোনও মহল থেকে বাধা দেওয়ার প্রবল চেষ্টা করছে কিংবা ভেটো দিচ্ছে বলেই সেই মাসুদ আজহার নিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা হবে এমন মোটেই নয়। বরং দরকার হলে অন্য উপায়ে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে যেতে হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ, ২০ ডিআই বদলি
বাস্তবায়িত হল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি। এক ধাক্কায় প্রাথমিকের ২০টি জেলার পরিদর্শককে (ডিআই) বদলি করে কড়া পদক্ষেপ নিল শিক্ষা দপ্তর। সোমবার এই মর্মে দপ্তর এক বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে। একসঙ্গে সমস্ত ডিআইয়ের বদলির ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। রাজ্যজুড়ে যেভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ জমা পড়ছিল এবং বিক্ষোভ দানা বেঁধেছিল, তার জন্য ডিআই’দের উপরই শাস্তির খাঁড়া নেমে এল বলে মনে করছে শিক্ষামহল। খোদ শিক্ষামন্ত্রীও বিধানসভা চত্বরে ডিআই’দের কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন। যদিও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাফাই, এটা রুটিন বদলি।
রামকে হানাহানি করতে হয়নি, হুঁশিয়ারি মমতার
সেই একই কথা যেন শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, যেমন তিনি বলেছিলেন বিধানসভা ভোটের আগে ৷ মঙ্গলবার ঝাড়গ্রাম রাজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত নতুন জেলা ঘোষণার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আর্জি, ‘আমাকে বিশ্বাস করুন ৷ আমি কখনই মানুষের স্বার্থবিরোধী কাজ করি না ৷ আমি থাকতে আপনাদের ক্ষতি হতে দেব না ৷’
৯ গুলিতে ঝাঁঝরা, ২ মাস পর কোমা থেকে ফিরে কথা বললেন বীর জওয়ান
AIIMS-এর ডাক্তারদের মতে এটা মিরাকল ছাড়া আর কিছু নয় ৷ জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে তীব্র লড়াইয়ে ৯টি গুলিতে ঝাঁঝরা হয়ে কোমায় চলে গিয়েছিলেন CRPF ক্যমান্ডান্ট চেতন কুমার চিতা ৷ বাঁচার আশা প্রায় ছিল না বললেই চলে ৷ অভাবনীয় জীবনীশক্তির জোরে ২ মাস পর ফের জ্ঞান ফিরেছে এই সাহসী জওয়ানের ৷ বলছেন কথাও ৷
আমেরিকার গ্যাজেট BAN-এ পোয়া বারো এয়ার ইন্ডিয়ার
এমিরেটস, এতিহাদ, কাতার এয়ারওয়েজের মতো বিমানে আমেরিকায় যাওয়ার হলে কেবিন লাগেজে নেওয়া যাবে না ল্যাপটপ ৷ এমনই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ব্যবসার দিক থেকে পোয়া বারো এয়ার ইন্ডিয়ার ৷
এবার প্লেনে চড়তেও লাগবে আধার !
এবার তাহলে বিমানে চড়তে গেলেও আধার থাকাটা বাধ্যতামূলক ? সরকারি এক নির্দেশে সেরকমই সম্ভাবনা তৈরি হয়েছে ৷ দেশের সমস্ত বিমানবন্দরে যাত্রীদের জন্য আধারের ভিত্তিতে বায়োমেট্রিক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার ৷