পরবর্তী দু-তিন দিনের পরিস্থিতি একই থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। উপকূলের জেলাগুলিতে সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে আগামী দুই থেকে তিন দিন একই রকম আবহাওয়া থাকবে। পরের ২-৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্জার জেরে দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় এবং সিকিম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় দিনের বেলায় শীতের আমেজ চলে যাবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে যাবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
একটি পশ্চিমী ঝঞ্জা রয়েছে আফগানিস্তান থেকে পাকিস্তানের উপর। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্জা ঢুকবে।
উত্তর-পশ্চিম ভারতের সক্রিয় পশ্চিমী ঝঞ্জা ক্রমশ পূর্বদিকে সরবে এবং আরব সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এর টানে। বৃহস্পতিবার পর্যন্ত এর সক্রিয়তা বজায় থাকবে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে।
আরও পড়ুন, উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত
পশ্চিমী ঝঞ্জার প্রভাবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস তুষারপাত জম্মু ও কাশ্মীর মুজাফ্ফরাবাদ এবং হিমাচল প্রদেশে। বুধ ও বৃহস্পতিবার উত্তরখণ্ডে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা।
