হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী সাত দিন। পশ্চিমের শুকনো ও গরম বাতাস ঢুকছে এরাজ্যে। এর ফলেই পশ্চিমের জেলা সহ সংলগ্ন জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা। ঝাড়খন্ড ও ওড়িশাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এর ফলে ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশের সম্ভাবনা। রাতের তাপমাত্রা একই থাকলেও দিনের তাপমাত্রা আগামী কয়েক দিনে সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুকনো ও গরম আবহাওয়া আগামী এক সপ্তাহ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ৩৬ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রয়েছে। সব থেকে বেশি তাপমাত্রা রয়েছে বাঁকুড়াতে। সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়াতে রেকর্ড হয়েছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর এবং পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা-তে। তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়েও তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া হুগলির মগড়াতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। বহরমপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার দমদমে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়াতে ও ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন, দোলে কি বৃষ্টির আরাম, নাকি তাপপ্রবাহ? আগামী সপ্তাহে আবহাওয়ার বড় বদল! তৈরি থাকুন
আরও পড়ুন, এই পাঁচ জেলায় গরমের বাড়বাড়ন্ত, ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে তাপমাত্রা!
ব্যারাকপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে রেকর্ড হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওড়ার উলুবেড়িয়াতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গেও বাড়ছে দিনের তাপমাত্রা। মালদা শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বালুরঘাটে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাগডোগরাতে রেকর্ড হয়েছে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।