Weather Report: 'এই' পাঁচ জেলায় গরমের বাড়বাড়ন্ত, ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে তাপমাত্রা! পূর্বাভাস শুনলে আঁতকে উঠবেন
- Written by:BISWAJIT SAHA
- Published by:Rachana Majumder
Last Updated:
Weather Report: আগামী সপ্তাহে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রাও
advertisement
সব থেকে বেশি তাপমাত্রা রয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা-তে। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বাঁকুড়াতে এদিন তাপমাত্রা রেকর্ড হয় ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। পানাগড় এবং পুরুলিয়া দুই জায়গাতেই ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া হুগলির মগড়াতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়েছে।
advertisement
দক্ষিণবঙ্গে গরম হাওয়া দাপট বাড়ছে ক্রম শ। বেড়েছে দিনের তাপমাত্রাও। পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তার বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী সাত দিন। পশ্চিমের শুকনো ও গরম বাতাস ঢুকছে এরাজ্যে। এর ফলেই পশ্চিমের জেলা সহ সংলগ্ন জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। বহরমপুরে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, কলকাতার দমদমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়াতে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে শুক্রবার বিকেলে তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুরে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে রেকর্ড হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওড়ার উলুবেড়িয়াতে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।









