গত ১২ বছরে দুইবার এপ্রিলে ৪০-এর ঘরে ছিল তাপমাত্রা। ২০১৪ এবং ২০১৬ সালে ৪১ ডিগ্রির উপরে উঠেছিল তাপমাত্রা। এপ্রিল মাসে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়ানো কলকাতায় তাই নতুন কিছু নয়।
আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী গত ১২ বছরে সব থেকে বেশি তাপমাত্রা ছিল ২০১৬ সালে। সেবার পারদ ছুঁয়েছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। ওই বছরের ১২ ই এপ্রিল সবথেকে বেশি চড়েছিল কলকাতার পারদ।
advertisement
আরও পড়ুন: ভোট এলেই মমতার পায়ে কী হয়! বিস্ফোরক দাবি শুভেন্দুর! ফিরে এল নন্দীগ্রাম-স্মৃতি
আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী গত ১২ বছরে এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা
- ২০২২ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
- ২০২১ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
- ২০২০ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।
- ২০১৯ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
- ২০১৮ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
- ২০১৭ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
- ২০১৬ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।
- ২০১৫ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
- ২০১৪ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।
- ২০১৩ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
- ২০১২ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
- ২০১১ সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
- ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার ও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু-এক জেলায় ছিটে-ফোঁটা বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement
advertisement
বিশ্বজিৎ সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 1:39 PM IST
