মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে। মৌসুমী অক্ষরেখা ভাবনগর দুর্গ কলিঙ্গপত্তনম হয়ে একেবারে হলদিয়া বর্ধমান এর ওপর দিয়ে দুমকা থেকে মোতিহারি পর্যন্ত বিস্তৃত। আগামী দু দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশ ঝাড়খন্ড এবং বিহারসহ পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই ঢুকে পড়বে মৌসুমী বায়ু।
আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২/৩ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মূলত মেঘলা আকাশ। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ বীরভূমের দু-এক জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবারের পর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সর্তকতা আজকেও। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আরও পড়ুন: মিজোরামে বসে বাংলার জন্য নতুন স্ট্র্যাটেজি দিলীপ ঘোষের, তুমুল শোরগোল দলেরই অন্দরে
কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। মেঘলা আকাশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম।
স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কমে গতকাল বিকেলে দিনের তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কমে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ৮.৯ মিলিমিটার।
আরও পড়ুন: হায় রে ফাদার্স ডে, বাবার সই জাল করে ছেলে যা করল, তাজ্জব গোটা এলাকা!
মৌসুমী অক্ষরেখা ছাড়াও সক্রিয় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম বাতাস। পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাব। এই অক্ষরেখা রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা উত্তর প্রদেশ বিহার উত্তরবঙ্গ আসামের উপর দিয়ে গেছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। আরও একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ ভারতে। যেটি কর্ণাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। পশ্চিম ভারতেও সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা।
আজ ও কাল দিল্লি পাঞ্জাব হরিয়ানা তে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এবং সমতলের রাজ্যগুলিতে। আগামী 4/5 দিন আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আজ ও কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড এ। ওড়িশাতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। দুদিন পর থেকে অতি ভারী বৃষ্টি হবে মহারাষ্ট্র কঙ্কন ও গোয়াতে।
