কলকাতায় শনিবার সকালে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। বিকেল বা সন্ধ্যের পর হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার বিকেলে ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৮ থেকে ৯১ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
advertisement
রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলাতেও। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সেখানে। সম্ভাবনা বেশি দুই ২৪ পরগণা, কলকাতা হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতে।
সোমবারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতার একাংশ পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে, তবে প্রভাব কমবে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে।
আগামী কয়েকদিন পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম নাগাল্যান্ড, ত্রিপুরাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ব ভারতের বাকি রাজ্য ওড়িশা ঝারখণ্ড এবং বিহারে। আন্দামান সাগর ও সুমাত্রা এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে সমুদ্র উত্তাল হবে। ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
BISWAJIT SAHA