দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবার মেঘলা আকাশ। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরেও। ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আরও পড়ুন– দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের কোন কোন জেলায়, দেখে নিন
advertisement
আগামিকাল, শুক্রবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। শনিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বইবে। উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রার। সকাল-সন্ধ্যা মনোরম আবহাওয়া, বেলা বাড়লে গরম বাড়বে। রবিবারের পর ফের তাপমাত্রা চড়তে পারে।
শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ে।
আরও পড়ুন– শুভেন্দু অধিকারীর দেওয়া আজকের ডেডলাইনে রাজনীতিতে বড় চমক, ভোটের আগে পদ্মে অভিজিৎ
কলকাতায় আজ, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। আগামী দু’দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে।
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।