আশা ছিল গত বছরের আক্ষেপ এবার বুঝি সুদে আসলে পুষিয়ে দেবে শীত বাবাজি ৷ কিন্তু বাস্তবে সে গুড়ে বালি ৷
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ৷ ঘূর্ণাবর্ত ক্রমশই নিম্নচাপের আকার নিচ্ছে ৷ আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ গভীর হতে পারে ৷ এর জেরে উপকূলীয় এলাকায় বৃষ্টির পূর্বাভাস ৷ ১৮ ডিগ্রির নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement
দক্ষিণ আন্দামান সাগরের উপর নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী চব্বিশ ঘণ্টায় গভীর নিম্নচাপ তৈরি হবে। এর জেরে ১২ ডিসেম্বরের আগে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। এখন তাপমাত্রা সর্বনিম্ন ১৭-১৮ ডিগ্রির কাছে থাকবে। রাতের দিকে পরিষ্কার ও দিনে মেঘলা আকাশ থাকবে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাহলে আরামপ্রিয় অলস বাঙালির প্রিয় ঋতু আসবে কবে? কবেই বা লেপের ওম নিয়ে দিন শেষে নিদ্রা দেবে সকলে ৷ আর কবেই বা রোদে পিঠ দিয়ে সোয়েটার মাফলার জড়িয়ে পিকনিক করবে বাঙালি? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত আসার বা তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই ৷ তবে আশার কথা, ততদিন শহরজুড়ে শীতের আমেজ বজায় থাকবে।