পরিষ্কার আকাশ, ঢুকছে উত্তুরে হাওয়া ৷ তার জেরেই জাঁকিয়ে শীতের আশায় আলিপুর আবহাওয়া দফতর ৷
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তুরে হাওয়ার ঝোড়ো ব্যাটিংয়ে উত্তরবঙ্গেও জমিয়ে বসেছে শীত ৷ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি ৷ শ্রীনিকেতনে পারদ নামল ৯.৯ ডিগ্রিতে ৷
যদিও আবহাওয়াবিদরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে গেলে তবেই শীত বলে ঘোষণা করা হয় ৷ কিন্তু এ তত্ত্বের কচকচি আয়েসপ্রিয় শহরবাসী বুঝতে নারাজ ৷ শীতের আমেজ থেকে বাঁচতে লেপ, কম্বলের ওমে রাতের ঘুমকে আশ্রয় নিতে হলেই বাঙালি বলে শীত এসে গিয়েছে ৷
advertisement
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে ৷ ফলে চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2016 10:01 AM IST