advertisement
মুখ্যমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, 'এই নৃশংস হত্যাকাণ্ডে আমরা বাকরুদ্ধ৷ মুর্শিদাবাদের ৫ শ্রমিক প্রাণ হারালেন৷ কোনও মন্তব্যই সান্তনার জন্য যথেষ্ট নয়৷ এই পরিস্থিতিতে নিহতদের পরিবারকে সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত৷'
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ৫ শ্রমিক নিজেদের ভাড়া বাড়িতে ছিলেন৷ তখনই জঙ্গিরা ঢোকে৷ প্রত্যেককে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে৷ তারপর সার বেঁধে দাঁড় করিয়ে গুলি করে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ শ্রমিকের৷ একজন গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে৷ গত ১৫ দিনে এই কাশ্মীরে ১১ জন ভিনরাজ্যের শ্রমিককে খুন করল জঙ্গিরা৷
কাশ্মীরে যে দিনএই নৃশংস হত্যালীলা হল, সে দিনই ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের একটি প্রতিনিধিদল কাশ্মীরে গিয়েছিলেন পরিস্থিতি দেখতে৷ ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে যাওয়া ভিনরাজ্যের শ্রমিক, ট্রাক ড্রাইভারদের উপর হিংসা চালাচ্ছে জঙ্গিরা৷
আরও ভিডিও: জম্মু-কাশ্মীরে জঙ্গিহানা, নিহত বাংলার ৫ শ্রমিক, গুরুতর জখম ১