এ দিনই দ্বিতীয় প্রার্থী তালিকায় ১৩টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে বামেরা৷ গত শুক্রবার বৈঠকের পরে ২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামফ্রন্ট৷ তবে, কংগ্রেসের জেতা ৪টি আসনে প্রার্থী দেয়নি তারা৷ এই প্রসঙ্গে বিমান বসু বললেন, 'বিজেপি, তৃণমূলকে রুখতে আমরা জোট চেয়েছিলাম৷ তাই একেবারে প্রার্থী ঘোষণা করিনি৷'
তা হলে কংগ্রেসের জন্য কী অপেক্ষা করছে বামেরা? বিমান বসুর জবাব, 'প্রার্থী দিইনি মানে দেব না এমন নয়৷ বুধবার পর্যন্ত কংগ্রেসের জবাবের অপেক্ষা করব৷ জবাব না এলে বাকি ৪ আসনে প্রার্থী ঘোষণা করে দেব৷' জোট ভেস্তে যাওয়ার জন্য কংগ্রেসের দিকে আঙুল তুলেছে বামেরা। পাশাপাশি, কংগ্রেসের জেতা চারট আসন ছেড়ে রেখে ফের একবার জোট বার্তাও দিল।
advertisement
আগেই ২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। এতে বেজায় ক্ষুব্ধ হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ তোলে, আলোচনা না করেই একতরফাভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শেষমেশ একলা লড়ার সিদ্ধান্ত নেন সোমেন মিত্ররা। সেই মতো সোমবার রাতে রাজ্যের ১১টি আসনে প্রার্থী তালিকাও ঘোষণা করে দেন তাঁরা। যার মধ্যে গতবার সিপিএমের জেতা রায়গঞ্জ ও মুর্শিদাবাদও রয়েছে। প্রথমে দুই শিবির ঠিক করেছিল নিজেদের জেতা আসনে অন্য দল প্রার্থী দেবে না। কংগ্রেস তা না মানায় এ দিন ক্ষোভ প্রকাশ করেন বিমান বসু। জোট ভেস্তে যাওয়ার জন্য পালটা কংগ্রেসকেই কাঠগড়ায় তোলেন।
আরও ভিডিও: কী বললেন বিমান বসু, দেখুন