জেতার বিষয়ে কতটা আশাবাদী তিনি? ফিরহাদের সাফ জবাব, ''জেতা নয়, আমার কাছে বড় বিষয় আমাকে আমার ওয়ার্ডের কত মানুষ সমর্থন করছেন। আমি আমার জেতার বিষয়ে একেবারেই চিন্তিত নই।''
আরও পড়ুন: বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন, ভিতরে তখন স্বামী-স্ত্রী! হাড়হিম ঘটনা বাংলায়
আরও পড়ুন: কলকাতার ভোট সেরে ফেরার পরই সব শেষ, অকালে চলে গেলেন কর্মদক্ষ বিডিও
advertisement
এদিকে, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার পুরভোটে প্রার্থী হয়েছেন ৮৫ নম্বর ওয়ার্ড থেকে। ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন তৃণমূলের এই প্রার্থী। বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন মালা রায়ও। তিনি ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। তিনি ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী। ২০১৫ সালেও ওই আসন থেকে জিতেছিলেন মীনা দেবী পুরোহিত। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার পুরভোটে দাঁড়িয়েছেন কলকাতা পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্য়েই ওই ওয়ার্ডে এগিয়ে রয়েছেন এই তৃণমূলপ্রার্থী।