কলাবিভাগে প্রথম ও মেধাতালিকায় চতুর্থ রাকেশ দে ৷ সাঁইথিয়া টাউন স্কুলের ছাত্র রাকেশের প্রাপ্ত নম্বর ৪৯২ ৷ বীরভূমের এই পড়ুয়া পেয়েছে ৯৮.৪ শতাংশ নম্বর ৷
৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে যুগ্ম ভাবে প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মন ৷ দুজনের প্রাপ্ত নম্বর ৪৯৮ ৷ রাজর্ষি জেনকিন্স স্কুল কোচবিহারের ছাত্র আর শোভন বীরভূম জেলা স্কুলের ছাত্র ৷
advertisement
সংসদের ইতিহাসে এই প্রথম, মেধাতালিকার প্রথম দশে ১৩৭ জন স্থান পেয়েছেন ৷ চলতি বছরে মোট পাশের হার ৮৬.২৯ ৷ ছেলেদের পাশের হার ৮৭.৪৪ ৷ মেয়েদের পাশের হার ৮৫.৩০ ৷ পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর , কালিম্পং-য়ে পাশের হার ৯০ শতাংশের বেশি ৷ প্রথম বিভাগে পাশ করেছেন ২ লক্ষ ১৫৫ জন ৷ ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2019 11:33 AM IST
