TRENDING:

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, বাণিজ্য বিভাগে যুগ্মভাবে প্রথম কমল শা ও কোমল সিং

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার শেষ ৷ প্রকাশিত চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষার্থীদের উৎকন্ঠা শেষে সকাল ১০টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ৷
advertisement

বাণিজ্য বিভাগে যুগ্মভাবে প্রথম ও মেধাতালিকায় দশম কমল শা ও কোমল সিং ৷ ৯৭.২ শতাংশ অর্থাৎ ৪৮৬ নম্বর পেয়েছে তারা ৷ দুজনেই কলকাতার পড়ুয়া ৷ কমল জ্ঞানভারতী স্কুলের ছাত্র ও কোমল ন্যাশনাল হাই স্কুলের ছাত্রী ৷ চলতি বছরের উচ্চমাধ্যমিকে এই দুজনই বাণিজ্যে সেরা স্থান অধিকার করেছে ৷

advertisement

৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে যুগ্ম ভাবে প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মন ৷ দুজনের প্রাপ্ত নম্বর ৪৯৮ ৷ রাজর্ষি জেনকিন্স স্কুল কোচবিহারের ছাত্র আর শোভন বীরভূম জেলা স্কুলের ছাত্র ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

সংসদের ইতিহাসে এই প্রথম, মেধাতালিকার প্রথম দশে ১৩৭ জন স্থান পেয়েছেন ৷ চলতি বছরে মোট পাশের হার ৮৬.২৯ ৷ ছেলেদের পাশের হার ৮৭.৪৪ ৷ মেয়েদের পাশের হার ৮৫.৩০ ৷ পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর , কালিম্পং-য়ে পাশের হার ৯০ শতাংশের বেশি ৷ প্রথম বিভাগে পাশ করেছেন ২ লক্ষ ১৫৫ জন ৷ ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, বাণিজ্য বিভাগে যুগ্মভাবে প্রথম কমল শা ও কোমল সিং