বাণিজ্য বিভাগে যুগ্মভাবে প্রথম ও মেধাতালিকায় দশম কমল শা ও কোমল সিং ৷ ৯৭.২ শতাংশ অর্থাৎ ৪৮৬ নম্বর পেয়েছে তারা ৷ দুজনেই কলকাতার পড়ুয়া ৷ কমল জ্ঞানভারতী স্কুলের ছাত্র ও কোমল ন্যাশনাল হাই স্কুলের ছাত্রী ৷ চলতি বছরের উচ্চমাধ্যমিকে এই দুজনই বাণিজ্যে সেরা স্থান অধিকার করেছে ৷
advertisement
৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে যুগ্ম ভাবে প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মন ৷ দুজনের প্রাপ্ত নম্বর ৪৯৮ ৷ রাজর্ষি জেনকিন্স স্কুল কোচবিহারের ছাত্র আর শোভন বীরভূম জেলা স্কুলের ছাত্র ৷
সংসদের ইতিহাসে এই প্রথম, মেধাতালিকার প্রথম দশে ১৩৭ জন স্থান পেয়েছেন ৷ চলতি বছরে মোট পাশের হার ৮৬.২৯ ৷ ছেলেদের পাশের হার ৮৭.৪৪ ৷ মেয়েদের পাশের হার ৮৫.৩০ ৷ পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর , কালিম্পং-য়ে পাশের হার ৯০ শতাংশের বেশি ৷ প্রথম বিভাগে পাশ করেছেন ২ লক্ষ ১৫৫ জন ৷ ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন ৷