TRENDING:

WB 10th Result 2019: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল, রেজাল্ট জানুন News18 Bangla.Com-এ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ প্রকাশিত হল ২০১৯ মাধ্যমিকের ফলাফল ৷ সকাল ৯টায় সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ ঘোষণা করলেন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷  সকাল ১০টা থেকে দেওয়া হবে মার্কশিট ৷ মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছেন ৫১ জন ৷
advertisement

এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.০৭ শতাংশ ৷ এটা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ ৷ এবছর ছাত্রীদের পাশের হার গতবছরের থেকে ১ শতাংশ বেশি ৷ পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর ৷ পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার ৯৬ শতাংশ ৷ এরপরই দ্বিতীয় স্থানে কলকাতা ৷ কলকাতায় সাফল্যের হার ৯২.১৩ শতাংশ ৷

advertisement

এবছর মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাশ ৷ প্রাপ্ত নম্বর ৯৯.১৪ শতাংশ ৷  প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷ দ্বিতীয় স্থানে রয়েছে দুইজন ৷ ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় আলিপুরদুয়ারের ফলাকাটা হাইস্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা ৷

তৃতীয় স্থানে রয়েছে রায়গঞ্জ গালর্স হাইস্কুলের ক্যামেলিয়া রায়, প্রাপ্ত নম্বর ৬৮৯ ও নদিয়া শান্তিপুরের ব্রতীন মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷

advertisement

চতুর্থ স্থানে আলিপুরদুয়ার হাইস্কুলের অরিত্র সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৭

পঞ্চম স্থানে  হুগলি কলেজিয়েট স্কুলের সুকল্প দে, প্রাপ্ত নম্বর ৬৮৬ ও কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র গালর্স স্কুলের রুমানা সুলতানা, প্রাপ্ত নম্বর ৬৮৬ ৷

ষষ্ঠ স্থানে: গোঘাট হাই স্কুলের সোহম দে, প্রাপ্ত নম্বর ৬৮৫, রামপুর হাইস্কুলের সাবর্ণী চট্টোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৮৫ ও বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের সায়ন্তিকা ঘোষ, আলিগঞ্জ ঋষি রাজনারায়ণ গালর্স হাইস্কুলের সুর্বণা সাহু ও হাওড়ার অঙ্কণ চক্রবর্তী ৷

advertisement

সপ্তম স্থানে ইলাদেবী গালর্স হাইস্কুলের গায়েত্রী মোদক, প্রাপ্ত নম্বর ৬৮৪, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের অনীক চক্রবর্তী ও নদিয়ার সপ্তর্ষী দত্ত, প্রাপ্ত নম্বর ৬৮৪ ৷

অষ্টম স্থানে কোচবিহারের সীতলকুচি হাইস্কুলের সাহানা আলাম ও গঙ্গারামপুর হাইস্কুলের সায়ন্তন বসাক, বাঁকুড়া বিবেকান্দ হাইস্কুলের অর্কপ্রভ সাহা ও কৌশিক সাঁতরা ৷

বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের সুদীপ্তা ধওয়াল, বাঁকুড়া জেলা স্কুলের সায়ন্তন দত্ত, রামকৃষ্ণ মিশন হাইস্কুলের পৃথ্বীশ কর্মকার, আরামবাগ গার্লস হাইস্কুলের দেবলীনা দাস, বর্ধমান বিদার্থী ভবন হাইস্কুলের অয়ন্তিকা মাঝি, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের পুষ্কর ঘোষ ও আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের সেমন্তী চক্রবর্তী ৷ সকলের প্রাপ্ত নম্বর ৬৮৩ ৷

advertisement

নবম স্থানে শালবনী হাইস্কুলের জায়েশ রায়, জলপাইগুড়ি আশালতা স্কুলের অনুষ্কা মণ্ডল, বাঁকুড়া জেলা স্কুলের সৌগত পাণ্ডা, বাঁকুড়া শুভদীপ কুণ্ডু , বীরভূমের সৌকর্ষ বিশ্বাস, কাঁথি হাইস্কুলের প্রত্যুষ করণ, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের অরুণিমা ত্রিপাঠি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অভিনন্দন জানা ও ঐকিক মাঝি ৷ সকলের প্রাপ্ত নম্বর ৬৮২

দশম স্থানে রায়গঞ্জ গার্সল হাইস্কুলের সঞ্চারি চক্রবর্তী, মালদহের সায়ন্তিকা দাস, রামকৃষ্ণ মিশন বাঁকুড়ার সৌধ্য হাজরা শাহি কুণ্ড, বিবেকানন্দ শিক্ষা নিকেতনের রিমা চৌধুরি, ধনিয়াখালি মহামায়া বিদ্যাপীঠের সৌম্যদীপ দত্ত, সিউড়ির অরিত্র মহড়া, মেমারির সৌম্যজিৎ ঘোষ, পশ্চিম বর্ধমানের সায়ন্তিকা রায়, ঝাড়গ্রামের শুভদীপ মাঝি, রহড়া রামকৃষ্ণ মিশনের সহেলি রায় ও দেবমাল্য সাহা, বিরাটি বিদ্যালয়ের প্রত্যুষা মজুমদার , উত্তর ২৪ পরগণার অঙ্কিতা কুণ্ডু ও যাদবপুর বিদ্যাপীঠের সোহম দাস ৷ সকলের প্রাপ্ত নম্বর ৬৮১ ৷

কোনও পরীক্ষার্থীর রেজাল্ট অসম্পূর্ণ নয় ৷ পরীক্ষা বাতিল হয়েছে ৭৩ জনের ৷

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জন ৷ যার মধ্যে ছাত্র ৪ লক্ষ ৩৯ হাজার ২১ ও ছাত্রী ৫ লক্ষ ৩৫ হাজার ৫৩৭ জন ৷ গতবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৩ হাজার ৩৮৮ জন ৷ পরীক্ষা কেন্দ্র ২৮৬৫ ৷

মাধ্যমিক পরীক্ষার ফল এবার জানা যাবে News18 Bangla-র ওয়েবসাইটে ৷ প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল ৷ সবার আগে ফল দেখতে ক্লিক করুন News18 Bangla-র ওয়েবসাইটে

জেনে নিন কী করতে হবে ফল জানতে-

News18 Bangla.Com-এ ঢুকলেই দেখতে পাবেন এই উইন্ডো ৷ রেজাল্ট জানতে সেখানে টাইপ করুন রোল নম্বর, জন্ম তারিখ৷ জেনে যান মাধ্যমিকের ফলাফল৷

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি৷ শেষ হয় ২২ ফেব্রুয়ারি৷ মাধ্যমিক শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB 10th Result 2019: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল, রেজাল্ট জানুন News18 Bangla.Com-এ