Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
বিরোধীরা একযোগে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। এই অবস্থায় দলের শীর্ষ নেতৃত্বের তরফে জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া যাবে না। বিরোধীরা যে অভিযোগ তুলছে তার আগে দলের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে।তৃণমূলের কাছে প্রাথমিক রিপোর্ট এসেছে যে কংগ্রেস প্রথমে আক্রমণ চালায় । এরপর দ্বিতীয় হামলার ঘটনা খড়গ্রামে ঘটে।
advertisement
প্রসঙ্গত শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার মাড়গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মী ৩০ বছর বয়সি রতনপুরে ফুলচাঁদ শেখকে গুলি করে খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে এই হত্যাকাণ্ডের দশ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কাজল শেখ ও সফিক শেখ। তারা রতনপুর গ্রামের বাসিন্দা। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে কংগ্রেস।