TRENDING:

WB Panchayat Election 2023 : মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী হত্যাকাণ্ডে জেলা সভাপতিদের সঙ্গে কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের, চাওয়া হল সব তথ্য

Last Updated:

WB Panchayat Election 2023 : বিরোধীরা একযোগে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। এই অবস্থায় দলের শীর্ষ নেতৃত্বের তরফে জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার এক দিনের মধ্যে মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ঘটনায় জেলা সভাপতিদের সঙ্গে কথা হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে৷ যাদের নাম উঠে এসেছে তাদের দলে ভূমিকা কী, সেটাও জানতে চাওয়া হয়েছে।রানিনগর, ভরতপুর, রাণাঘাট, নাকাশিপাড়া, বাঁকুড়ার নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে শীর্ষ নেতৃত্বের।
মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি
মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি
advertisement

Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল )  Check LIVE

বিরোধীরা একযোগে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। এই অবস্থায় দলের শীর্ষ নেতৃত্বের তরফে জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া যাবে না। বিরোধীরা যে অভিযোগ তুলছে তার আগে দলের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে।তৃণমূলের কাছে প্রাথমিক রিপোর্ট এসেছে যে কংগ্রেস প্রথমে আক্রমণ চালায় । এরপর দ্বিতীয় হামলার ঘটনা খড়গ্রামে ঘটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার মাড়গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মী ৩০ বছর বয়সি রতনপুরে ফুলচাঁদ শেখকে গুলি করে খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে এই হত্যাকাণ্ডের দশ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কাজল শেখ ও সফিক শেখ। তারা রতনপুর গ্রামের বাসিন্দা। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে কংগ্রেস।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023 : মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী হত্যাকাণ্ডে জেলা সভাপতিদের সঙ্গে কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের, চাওয়া হল সব তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল