সেলিমের আরও মারাত্মক অভিযোগ, ‘সিপিআইএম যেখানে জিতছে, সেখানে দু-তিনবার করে রিকাউন্টিং করানো হচ্ছে। তৃণমূল নির্বাচন কমিশন ও পুলিশকে ব্যবহার করে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করল।’ শনিবার পঞ্চায়েত নির্বাচনের পর সোমবার ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়।
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
advertisement
আরও পড়ুন: ‘কেন্দ্রই পর্যাপ্ত বাহিনী দিতে পারেনি’, ফল ঘোষণার মাঝেই বিস্ফোরক নির্বাচন কমিশনার
সেদিনই সিপিআইএম অভিযোগ করে, ব্যালট বাক্সের মুখ আগেই খোলা হয়েছে। এমনকী এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেন মহম্মদ সেলিম। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হতেই ফের একবার নির্বাচন কমিশনের নির্লিপ্ততার অভিযোগ তুলে সরব হন তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 6:53 PM IST