TRENDING:

WB Panchayat Election 2023: খারিজ দুই রাজ্যের, পঞ্চায়েতে ঘাটতি মেটাতে আরও পাঁচ রাজ্য থেকে সশস্ত্র পুলিশ চাইছে নবান্ন

Last Updated:

WB Panchayat Election 2023 | Mamata Banerjee: যদিও সূত্রের খবর, এখনও পর্যন্ত ওই পাঁচটি রাজ্য পুলিশ পাঠাবে কি না, তা নিয়ে মতামত জানাতে পারেনি নবান্নকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত নির্বাচন এক দফায় করবে নির্বাচন কমিশন। তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এক দফায় নির্বাচন করার জন্য প্রয়োজন প্রচুর পুলিশের। তার জন্যই এবার মোট পাঁচটি রাজ্যের দ্বারস্থ হল নবান্ন পুলিশ চেয়ে। নবান্ন সূত্রে খবর, তামিলনাড়ু, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি থেকে পুলিশ আনতে মঙ্গলবার ফের আরও এক দফা চিঠি দিয়েছে স্বরাষ্ট্র দফতর।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

যদিও এই চিঠি পাঠানোর পর এই রাজ্যগুলি পুলিশ পাঠাবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট হতে পারেনি নবান্নের শীর্ষ মহল। সূত্রের খবর, গোটা বিষয়টি নজরদারি করছেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব স্বয়ং। রাজ্যে পুলিশ আনা নিয়ে মূলত ওই পাঁচ রাজ্যের সঙ্গে সমন্বয় সাধন করে চলছেন নবান্নের এই দুই কর্তা। মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন অন্যান্য রাজ্য থেকে পুলিশ চাওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: অভিষেকের যেমন কথা-তেমন কাজ! কেশপুরের ২ কেন্দ্রে প্রার্থী ঘোষণায় বিরাট চমক তৃণমূলের

এক দফায় নির্বাচনের জন্য রাজ্যে যে পরিমাণ বুথ রয়েছে তা দিয়ে সব বুথে পুলিশ দেওয়া সম্ভব নয় তা কার্যত মেনে নিচ্ছেন স্বরাষ্ট্র দফতরের আধিকারিকেরা। যদিও এখনও পর্যন্ত পাঁচটি রাজ্যের তরফ থেকে চিঠি আসেনি পুলিশ পাঠানো হবে বলে। এর আগেও চারটি রাজ্যকে পুলিশকে চিঠি দিয়েছিল নবান্ন। তার মধ্যে দুটি রাজ্য নবান্নের প্রস্তাব খারিজ করে দিয়েছে বলে সূত্রের খবর। ফলত এবার পাঁচটি রাজ্য থেকে পুলিশ নিয়ে এলে প্রয়োজনে সেই ঘাটতি মেটানো যাবে বলেই মনে করছেন স্বরাষ্ট্র দফতরের আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: ‘বিনা নির্বাচনে পঞ্চায়েত জিততে হোম ডেলিভারি করছে তৃণমূল’, ভোটের আগে মারাত্মক অভিযোগ লকেটের

নবান্ন সূত্রে খবর, ওই পাঁচটি রাজ্যের থেকে জানতে চাওয়া হয়েছে তারা কত সংখ্যক পুলিশ পাঠাতে পারবেন। তার ওপরই নির্ভর করছে পঞ্চায়েত নির্বাচনে পুলিশের মোতায়েন বলেই সূত্রের খবর। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা ঘটছে তা নিয়ে রাজ্য পুলিশের ডিজি বিভিন্ন জেলার পুলিশ সুপার ও কমিশনারদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে পুলিশকে আরও সতর্ক থাকার পাশাপাশি কোন অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বৈঠকে ডিজি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: খারিজ দুই রাজ্যের, পঞ্চায়েতে ঘাটতি মেটাতে আরও পাঁচ রাজ্য থেকে সশস্ত্র পুলিশ চাইছে নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল