Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
এই পোস্টারের ছবি ট্যুইট করে সুকান্ত লেখেন, “পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে। হত্যা করার কথা বলা হচ্ছে। বোমা-গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, কোনও বিজেপিকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না।”
স্বাভাবিক ভাবেই সুকান্ত মজুমদারের অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। অন্যদিকে, সুকান্তর এই অভিযোগের কয়েকঘণ্টারল মধ্যে বিষয়টি নিয়ে রিট্যুইট করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, আমি আপনাকে অনুরোধ করছি ওই প্রার্থীর সমস্ত তথ্য আমাকে দিন। সমস্ত তথ্য পাওয়ার পরে আগামী নিজে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য সমস্ত সাহায্য করব।
আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য! পুরসভায় নিয়োগে বড় ভূমিকায় মজদুর ইউনিয়ন?
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী জনস্বার্থ মামলার অনুমতি কংগ্রেস ও বিজেপি-কে
সেই সঙ্গে অরূপ বিশ্বাস আরও লেখেন, “যদি আপনি তথ্য দিতে না পারেন তাহলে বোঝা যাবে এটা শুধুমাত্র অভিযোগ করার জন্য অভিযোগ এবং বিষয়টি বাস্তব থেকে অনেক দূরে।”