রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফে যে-সব উপাচার্যদের মেয়াদ শেষ হয়েছিল, তাঁদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যপালকে। কিন্তু রাজ্যপাল তাঁদেরই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যাঁরা আচার্যকে অ্যাক্টিভিটি রিপোর্ট পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় সম্পর্কে পর্যালোচনার জন্য। রাজভবন সূত্রে জানা গিয়েছে,যে সমস্ত অধ্যাপকরা প্রশাসনিক এবং শিক্ষাগত যোগ্যতায় দক্ষ, তাঁদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ করা হয়েছে।
পাশাপাশি বর্তমানে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হলেও ইউজিসি আইন মেনে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হলে দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে বলেও রাজভবন সূত্রে খবর। যদিও এই নিয়োগকে বেআইনি বলে জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যে-সব উপাচার্যরা বৃহস্পতিবার নিয়োগপত্র পেয়েছেন, তাঁদের সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করার অনুরোধও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজভবন সূত্রে খবর, মোট ২৭ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ বাড়ানোর পাশাপাশি দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন অস্থায়ী উপাচার্য নিয়োগের সুপারিশ এসেছিল শিক্ষামন্ত্রীর তরফে রাজভবনের কাছে। কিন্তু রাজভবনের নির্দেশ না মানায় এক্ষেত্রে কড়া মনোভাব নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
