মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ‘‘আমাদের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগ বহুদিনের। ১৭৫৭ সালের পর থেকে স্বাধীনতা পর্যন্ত ব্রিটিশরা এখানে প্রচুর কাজ করেছেন। স্থাপত্য, ভাস্কর্য অসামান্য। আমি লন্ডনের অলিগলি হেঁটে ঘুরেছি, সব রাস্তা চিনি, লন্ডন শুধু ওনাদের নয়, আমাদেরও। ২৯টি দেশ আমাদের এখানে যোগ দিয়েছে এই বইমেলায়।’’
আরও পড়ুন: মর্মান্তিক! হালিশহরে একই পরিবারে তিনটি রহস্যমৃত্যু, মিলল শিক্ষক ও তাঁর দুই সন্তানের দেহ
advertisement
মুখ্যমন্ত্রী বললেন, ‘‘আগে খুব ছোট জায়গায় বইমেলা হত, এখন কত বড় জায়গায় হয়! এই জায়গাটা আমরা বইমেলা কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি স্থায়ীভাবে।’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বই উদ্বোধন হল এই বছর। মোট ৫টি বই প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর। তিনি বললেন, ‘‘১৯৯৫ সাল থেকে আমার বই বেরোয়। আমার প্রথম বই ‘উপলব্ধি’। আজকের হিসেব ধরলে আমার মোট বই ১৪৩টি। আগামী বছর আরও ৭টি বই লিখব বইমেলায় আগে।’’