নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী গোসাবায় বুথে তৃণমূল প্রার্থীর গলায় দলীয় উত্তরীয় ছিল। এই নিয়ে অভিযোগ যায় কমিশনে। এছাড়া ১২৭ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ করে বিজেপি। দিনহাটার সাহেবগঞ্জে বোমাবাজির অভিযোগ ওঠে। দিনহাটায় বিজেপি প্রার্থীর পরিবারকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল।
আরও পড়ুন-আজ থানায় তলব কুণাল ঘোষকে, অভিষেকের সফরের আগে নজরে ত্রিপুরা
advertisement
এদিকে খড়দহে কল্যাণনগরে ভোটারদের দ্বিতীয় ডোজ দেখতে চাওয়া নিয়ে ঝামেলা বাধে। অভিযোগ গাড়িতে লোগো লাগিয়ে ঘুরছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। ১৯২ নং বুথের কাছে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেয় তৃণমূল। সব অভিযোগের বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
যদিও কমিশন বলছে, এখনও পর্যন্ত ভোট ১০০ শতাংশ শান্তিপূর্ণ। মোট ১৪৩৯ বুথে শান্তিতে ভোট হচ্ছে। ৭৬০ টি বুথ ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করছে কমিশন। ১৭৭ মাইক্রো অবজারভার আছে।
কমিশন সূত্রে খবর।
ইতিমধ্যেই ভোট দিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী প্রার্থী উদয়ন ঘোষ। পার্টি অফিসে বসে ভোট প্রক্রিয়া মনিটরিং করছেন খড়দহ প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটের হার কম হওয়ায় কিছুটা চিন্তায় তিনি। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, খড়দহের ৪৯ নম্বর বুথে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে তৃণমূলের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ খোদ শোভনদেব চট্টোপাধ্যায়কেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।