TRENDING:

কোথাও প্রার্থীকে গো-ব্য়াক, কোথাও উত্তেজনা || উপনির্বাচন ভোটদানের নিরিখে এগিয়ে শান্তিপুর

Last Updated:

ইতিমধ্যেই ভোট দিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী প্রার্থী উদয়ন ঘোষ। পার্টি অফিসে বসে ভোট প্রক্রিয়া মনিটরিং করছেন খড়দহ প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সকাল নটা পর্যন্ত চার কেন্দ্রে ভোটদানের হার সামনে এল। দিনহাটায় ভোট পড়েছে ১১.১২ শতাংশ। শান্তিপুরে ১৫.৪০ শতাংশ। খড়দহে ১১.৪০ শতাংশ, গোসাবায় ১০.৩৭ শতাংশ। উপনির্বাচনে একটু শ্লথ গতিতেই ভোট পড়ে, বেলা গড়াতে ধাপে ধাপে ভোটের শতকরা হিসেব-এই তত্ত্বেই আস্থা রাখছে শাসকদল। এখনও পর্যন্ত ভোট হয়েছে মোটামুটি নির্বিঘ্নেই। তবে বেশ কয়েকটি অভিযোগও জমা পড়েছে কমিশনে।
ভোট দিয়ে বেরিয়ে উল্লসিত দিনহাটার প্রার্থী উদয়ন ঘোষ।
ভোট দিয়ে বেরিয়ে উল্লসিত দিনহাটার প্রার্থী উদয়ন ঘোষ।
advertisement

নির্বাচন কমিশনের আপডেট  অনুযায়ী গোসাবায় বুথে তৃণমূল প্রার্থীর গলায় দলীয় উত্তরীয় ছিল। এই নিয়ে অভিযোগ যায় কমিশনে।  এছাড়া ১২৭ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ করে বিজেপি। দিনহাটার সাহেবগঞ্জে বোমাবাজির অভিযোগ ওঠে।  দিনহাটায় বিজেপি প্রার্থীর পরিবারকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল।

আরও পড়ুন-আজ থানায় তলব কুণাল ঘোষকে, অভিষেকের সফরের আগে নজরে ত্রিপুরা

advertisement

এদিকে খড়দহে কল্যাণনগরে ভোটারদের দ্বিতীয় ডোজ দেখতে চাওয়া নিয়ে ঝামেলা বাধে। অভিযোগ গাড়িতে লোগো লাগিয়ে ঘুরছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। ১৯২ নং বুথের কাছে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেয় তৃণমূল। সব অভিযোগের বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করা হয়েছে।

যদিও কমিশন বলছে, এখনও পর্যন্ত ভোট ১০০ শতাংশ শান্তিপূর্ণ। মোট ১৪৩৯ বুথে শান্তিতে ভোট হচ্ছে। ৭৬০ টি বুথ ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করছে কমিশন। ১৭৭ মাইক্রো অবজারভার আছে।

advertisement

কমিশন সূত্রে খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

ইতিমধ্যেই ভোট দিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী প্রার্থী উদয়ন ঘোষ। পার্টি অফিসে বসে ভোট প্রক্রিয়া মনিটরিং করছেন  খড়দহ প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটের হার কম হওয়ায় কিছুটা চিন্তায় তিনি। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, খড়দহের ৪৯ নম্বর বুথে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে তৃণমূলের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ খোদ শোভনদেব চট্টোপাধ্যায়কেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কোথাও প্রার্থীকে গো-ব্য়াক, কোথাও উত্তেজনা || উপনির্বাচন ভোটদানের নিরিখে এগিয়ে শান্তিপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল