TRENDING:

WB Budget 2022: আজ রাজ্য বাজেটে কী কী বড় ঘোষণা হল, এক নজরে বাজেট ২০২২-২৩

Last Updated:

WB Budget 2022: শুক্রবার বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেটে বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুক্রবার বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেটে বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ফ্ল্যাট-বাড়ি কেনাবেচার স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সার্কল রেটে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী (WB Budget 2022)।
advertisement

এক নজরে বাজেট ২০২২-২৩

রাজ্যের নিজস্ব কর বাবদ আয়

২০১০-১১ রাজ্যের নিজস্ব কর বাবদ আয় ছিল- ২১,১২৯ কোটি টাকা

২০২২-২৩ সালে তা বৃদ্ধি পেয়ে আনুমানিক ৭৯,৩৪৭ কোটি টাকা,

বৃদ্ধি ৩.৭৬ গুণ

ঋণের শতকরা হার

২০১০-১১ সালে জিএসডিপি নিরিখে ঋণের শতকরা হার

ছিল ৪০.৬৫ শতাংশ ছিল, ২০২২-২৩ সালের হ্রাস পেয় আনুমানিক ৩৪.২৩ শতাংশ হয়েছে

advertisement

আরও পড়ুন-জঞ্জালের স্তূপে পড়ে থাকা কালো ব্যাগ খুলতেই বেরিয়ে এল বিশাল পাইথন! তার পর?

রাজস্ব ঘাটতির শতকরা হার

২০১০-১১ রাজস্ব ঘাটতির শতকরা হার ছিল ৩.৭৫ শতাংশ

২০২২-২৩ সালে হ্রাস পেয়ে আনুমানিক ১.৬৫ শতাংশ হয়েছে

আর্থিক ঘাটতির হার

২০১০-১১ সালে নিরিখে আর্থিক ঘাটতি শতকরা হার ছিল ৪.২৪ শতাংশ

advertisement

২০২২-২৩ সালে হ্রাস পেয়ে আনুমানিক ৩.৬৪ শতাংশ হয়েছে

মোট বাজেট বরাদ্দ

২০১০-১১ সালে মোট বাজেট বরাদ্দ ছিল ৮৪,৮০৩ কোটি টাকা

২০২২-২৩ সালের বাজেটে তা বৃদ্ধি পেয়ে ৩,২১,০৩০ কোটি টাকা হয়েছে

বৃদ্ধি- ৩.৮ গুণ

রাজ্যের উন্নয়ন খাতে বরাদ্দ

২০১০-১১ সালে রাজ্যের উন্নয়ন খাতে ব্যায় হয়েছিল - ১৮,৭৯৩ কোটি টাকা

advertisement

২০২২-২৩ সালে বাজেটে ১,২৬,৩০৫ কোটি টাকার সংস্থান করা হয়েছে

বৃদ্ধি- ৬.৭ গুণ

মূলধন খাতে বরাদ্দ

২০১০-১১ সাল মূলধন খাতে ব্যয় ছিল ২,২২৬ কোটি টাকা

২০২২-২৩ সালে বাজেটে ৩৩,১৪৪ কোটি টাকার সংস্থান করা হয়েছে

বৃদ্ধি- ১৫ গুণ

সামাজিক সেবা ক্ষেত্রে

২০১০-১১ সালে এই ক্ষেত্রে ব্যয় হয়েছিল ৬,৮৪৬ কোটি টাকা

advertisement

২০২২-২৩ সালে বাজেটে ৭৩,৪৪১ কোটি টাকার সংস্থান করা হয়েছে

বৃদ্ধি- ১০.৭ গুণ

কৃষি ও কৃষি সহায়ক পরিষেবা ক্ষেত্রে

২০১০-১১ সালে এই ক্ষেত্রে ব্যয় হয়েছিল ৩,০২৯ কোটি টাকা

২০২২-২৩ সালের বাজেটে ৩৪,১৩০ কোটি টাকার সংস্থান করা হয়েছে

বৃদ্ধি- ১১.৩ গুণ

পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে

২০১০-১১ সালে এই ক্ষেত্রে ব্যয় হয়েছিল ১,৭৫৯ কোটি টাকা

২০২২-২৩ সালের বাজেটে ১০,৪২২ কোটি টাকার সংস্থান করা হয়েছে

বৃদ্ধি - ৬ গুণ

২০২২-২৩ সালে অর্থবর্ষে গুরুত্বপূর্ণ প্রকল্প গুলির বরাদ্দ

১- লক্ষীর ভান্ডার

১০,৭৬৭ কোটি টাকা

২- কৃষক বন্ধু

৪,৯৯৩.৬৪ কোটি টাকা

৩- জয়বাংলা পেনশন

নারী ও শিশু বিকাশে সমাজ কল্যাণ দফতরের মাধ্যমে মহিলাদের পার্থক্য পেনশন বরাদ্দ- ৩,০৬৫.২৮ কোটি টাকা

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এর মাধ্যমে বার্ধক্য পেনশন ২,০৬৩.২১

৪- স্বাস্থ্য সাথী

২,৫০০,০০ কোটি টাকা

৫- যুবশ্রী

১৮০.০০ কোটি টাকা

৬- কন্যাশ্রী

১,৮৫৮.৬৪ কোটি টাকা

৭- রুপশ্রী

৭৫০.০০ কোটি টাকা

৮- শিক্ষাশ্রী

১১৫.০০ কোটি টাকা

৯- জলস্বপ্ন

২,২২১,০০ কোটি টাকা

১০- ঐক্যশ্রী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৯৫৬.০০ কোটি টাকা

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Budget 2022: আজ রাজ্য বাজেটে কী কী বড় ঘোষণা হল, এক নজরে বাজেট ২০২২-২৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল