এক নজরে বাজেট ২০২২-২৩
রাজ্যের নিজস্ব কর বাবদ আয়
২০১০-১১ রাজ্যের নিজস্ব কর বাবদ আয় ছিল- ২১,১২৯ কোটি টাকা
২০২২-২৩ সালে তা বৃদ্ধি পেয়ে আনুমানিক ৭৯,৩৪৭ কোটি টাকা,
বৃদ্ধি ৩.৭৬ গুণ
ঋণের শতকরা হার
২০১০-১১ সালে জিএসডিপি নিরিখে ঋণের শতকরা হার
ছিল ৪০.৬৫ শতাংশ ছিল, ২০২২-২৩ সালের হ্রাস পেয় আনুমানিক ৩৪.২৩ শতাংশ হয়েছে
advertisement
আরও পড়ুন-জঞ্জালের স্তূপে পড়ে থাকা কালো ব্যাগ খুলতেই বেরিয়ে এল বিশাল পাইথন! তার পর?
রাজস্ব ঘাটতির শতকরা হার
২০১০-১১ রাজস্ব ঘাটতির শতকরা হার ছিল ৩.৭৫ শতাংশ
২০২২-২৩ সালে হ্রাস পেয়ে আনুমানিক ১.৬৫ শতাংশ হয়েছে
আর্থিক ঘাটতির হার
২০১০-১১ সালে নিরিখে আর্থিক ঘাটতি শতকরা হার ছিল ৪.২৪ শতাংশ
২০২২-২৩ সালে হ্রাস পেয়ে আনুমানিক ৩.৬৪ শতাংশ হয়েছে
মোট বাজেট বরাদ্দ
২০১০-১১ সালে মোট বাজেট বরাদ্দ ছিল ৮৪,৮০৩ কোটি টাকা
২০২২-২৩ সালের বাজেটে তা বৃদ্ধি পেয়ে ৩,২১,০৩০ কোটি টাকা হয়েছে
বৃদ্ধি- ৩.৮ গুণ
রাজ্যের উন্নয়ন খাতে বরাদ্দ
২০১০-১১ সালে রাজ্যের উন্নয়ন খাতে ব্যায় হয়েছিল - ১৮,৭৯৩ কোটি টাকা
২০২২-২৩ সালে বাজেটে ১,২৬,৩০৫ কোটি টাকার সংস্থান করা হয়েছে
বৃদ্ধি- ৬.৭ গুণ
মূলধন খাতে বরাদ্দ
২০১০-১১ সাল মূলধন খাতে ব্যয় ছিল ২,২২৬ কোটি টাকা
২০২২-২৩ সালে বাজেটে ৩৩,১৪৪ কোটি টাকার সংস্থান করা হয়েছে
বৃদ্ধি- ১৫ গুণ
সামাজিক সেবা ক্ষেত্রে
২০১০-১১ সালে এই ক্ষেত্রে ব্যয় হয়েছিল ৬,৮৪৬ কোটি টাকা
২০২২-২৩ সালে বাজেটে ৭৩,৪৪১ কোটি টাকার সংস্থান করা হয়েছে
বৃদ্ধি- ১০.৭ গুণ
কৃষি ও কৃষি সহায়ক পরিষেবা ক্ষেত্রে
২০১০-১১ সালে এই ক্ষেত্রে ব্যয় হয়েছিল ৩,০২৯ কোটি টাকা
২০২২-২৩ সালের বাজেটে ৩৪,১৩০ কোটি টাকার সংস্থান করা হয়েছে
বৃদ্ধি- ১১.৩ গুণ
পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে
২০১০-১১ সালে এই ক্ষেত্রে ব্যয় হয়েছিল ১,৭৫৯ কোটি টাকা
২০২২-২৩ সালের বাজেটে ১০,৪২২ কোটি টাকার সংস্থান করা হয়েছে
বৃদ্ধি - ৬ গুণ
২০২২-২৩ সালে অর্থবর্ষে গুরুত্বপূর্ণ প্রকল্প গুলির বরাদ্দ
১- লক্ষীর ভান্ডার
১০,৭৬৭ কোটি টাকা
২- কৃষক বন্ধু
৪,৯৯৩.৬৪ কোটি টাকা
৩- জয়বাংলা পেনশন
নারী ও শিশু বিকাশে সমাজ কল্যাণ দফতরের মাধ্যমে মহিলাদের পার্থক্য পেনশন বরাদ্দ- ৩,০৬৫.২৮ কোটি টাকা
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এর মাধ্যমে বার্ধক্য পেনশন ২,০৬৩.২১
৪- স্বাস্থ্য সাথী
২,৫০০,০০ কোটি টাকা
৫- যুবশ্রী
১৮০.০০ কোটি টাকা
৬- কন্যাশ্রী
১,৮৫৮.৬৪ কোটি টাকা
৭- রুপশ্রী
৭৫০.০০ কোটি টাকা
৮- শিক্ষাশ্রী
১১৫.০০ কোটি টাকা
৯- জলস্বপ্ন
২,২২১,০০ কোটি টাকা
১০- ঐক্যশ্রী
৯৫৬.০০ কোটি টাকা