TRENDING:

ভাগাড়ের মাংসের পর এবার নজরে মোমের প্রলেপ দেওয়া আপেল

Last Updated:

ভাগাড়ের মাংসের পর এবার নজরে মোমের প্রলেপ দেওয়া আপেল। অজান্তেই কতটা বিষ ঢুকে যাচ্ছে শরীরে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাগাড়ের মাংসের পর এবার নজরে মোমের প্রলেপ দেওয়া আপেল। অজান্তেই কতটা বিষ ঢুকে যাচ্ছে শরীরে? মোমের ক্ষতিকারক রাসায়নিক থেকে হজমের গোলমাল এমনকি সংক্রমণের সম্ভাবনা। রাসায়নিকের বদলে মধু, শশা, পেট্রোলিয়াম জেলির প্রলেপ দেওয়া হলে অবশ্য ক্ষতির আশংকা নেই। উন্নত দেশে সেটাই রীতি।
advertisement

আরও পড়ুন: আউশগ্রামে খুন তৃণমূল নেতা, গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী অভিযোগ পরিবারের

দমদমে মোমের প্রলেপ দেওয়া আপেল বিক্রির খবরে আকাশ থেকে পড়েছেন অনেকেই। ভাবছেন, এমনটাও হতে পারে? না হওয়ার কিন্তু কোনও কারণই নেই। বরং উল্টোই নিয়ম। ফল তাজা রাখতে তার ওপর প্রলেপ দেওয়ার সুপারিশ স্বয়ং বিশ্বস্বাস্থ্য সংস্থার।

আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে গণপিটুনি, বেধড়ক মারে মৃত্যু ব্যক্তির

advertisement

কেন প্রলেপ?

-- ফলে তাজা ভাব ধরে রাখতে

-- পোকা লাগার সম্ভাবনা কমাতে

-- ফলে পালিশ দিতেও প্রলেপ দেওয়া হয়

উন্নত দেশে ফল ও সবজিতে প্রলেপ দিতে মানতে হয় কড়া নির্দেশিকা। ব্যবহার করা যায় হাতে গোণা কয়েকটি জিনিস।

মধু, শশা দিয়ে তৈরি জেলি

পাম গাছের পাতার প্রলেপ

হার্বাল পেট্রোলিয়াম জেলি

advertisement

নিয়মের কোনও বালাই আমাদের দেশে নেই। ক্ষতিকর সব উপাদান দিয়েই চলে ফল ও সব্জিতে প্রলেপ দেওয়ার কাজ। ব্যবহার হয়,

মোম

জুতোর কালি

চুলের রঙ

কাঠ ও ঘরের রঙ

ফিনাইল

অক্সিক্লিনার

হু-র তালিকার বাইরে থাকা উপাদান নিয়ে খাবারে প্রলেপ দেওয়া বিপদ্দজনক।

মোমের বোটোকল নামের রাসায়নিক শরীরের পক্ষে ক্ষতিকারক

এই রাসায়নিক হজম করা সম্ভব নয়

advertisement

কোলন সংক্রমণের ঘটনাও ঘটতে পারে

জুতোর কালি ও ফিনাইলে থাকে ক্ষতিকারক রঙ

ফল ও সব্জিতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার হয়েছে কিনা, খালি চোখে ধরা কার্যত অসম্ভব। তবে কিছু সতর্কতা নেওয়া যেতেই পারে।

গরম জলে ভালো ধুয়ে নিতে হবে

ভিনিগারে চুবিয়ে রাখলে ভাল

গরম জলে সোডা ও লেবুর রস মিশিয়ে চুবিয়ে রাখা যেতে পারে

advertisement

ধোয়ার পর হালকা কাপড় দিয়ে ফল ও সব্জি মুছে নিতে হবে

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

চারদিকে ভেজালের রমরমা। বাড়ছে অসুস্থতা। একটু সতর্ক হলেও অনেক সম্ভাবনাই এড়ানো সম্ভব।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড়ের মাংসের পর এবার নজরে মোমের প্রলেপ দেওয়া আপেল