ফ্রিজে জমে উঠছে বরফের পাহাড়? করুন এই ‘ছোট্ট’ কাজ…! বার বার পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি সহজেই!
জবা গাছে ফুল আসে না? ১৫ দিন অন্তর এই ‘কালো’ জিনিস দিন গোড়ায়…! ফুল রাখার জায়গা পাবেন না!
আন্দোলনকারীরা মাইকিং করে জানাতে শুরু করেন, খাবার, জল বা ওষুধ সরবরাহে যেন কেউ বাধা না দেন। তবে তাতেও সমাধান মেলেনি। পুলিশের তরফে ডিসি বিধাননগর অনীশ সরকার জানান, এখনও খাবার পাঠাতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি ডিউটি করতে আসা পুলিশকর্মীরাও ভিতরে ঢুকতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ।
advertisement
এই প্রেক্ষিতে আন্দোলনকারীদের তরফে উদ্যোগ নেওয়া হয় শুকনো খাবার পৌঁছে দেওয়ার। আচার্য সদনের ভিতরে নিয়ে যাওয়া হয় বিস্কুট, তরমুজ, জল এবং ওআরএস। প্রসেসড ফুড থেকে ইচ্ছাকৃতভাবে দূরে থেকেছেন তারা, কারণ ভবিষ্যতে কেউ অসুস্থ হলে তার দায় তাদের ঘাড়ে যাতে না পড়ে।
আন্দোলনকারীরা স্পষ্ট জানান, তারা খাবার বা জল পৌঁছে দেওয়ায় কোনওভাবেই বাধা দিতে চান না। তবে একইসঙ্গে এটাও বলেন, খাবার না পেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে আন্দোলন ভাঙতে না হয় বা দাবি পূরণের আগে কেউ ভবন না ছাড়েন, সেই কৌশলও তারা ভেবে রেখেছেন।
যদিও আন্দোলনকারীরা যে খাবার পাঠান, তা গ্রহণ করা হয়নি এসএসসি-র আধিকারিকদের তরফে। কোনও প্রতিক্রিয়াও মেলেনি তাঁদের।