পুরসভা সূত্রের খবর, টালা ট্যাঙ্ক থেকে যে পাইপলাইনগুলি শহরে ছড়িয়ে পড়েছে, তার মধ্যে সবথেকে বড় ৭২ ইঞ্চির পাইপলাইনে অনেক দিন আগেই একটি ছিদ্র হয়েছিল। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, চিৎপুর রেলওয়ে ইয়ার্ডের ভিতরে ওই পাইপলাইনের থেকে জল বেরিয়ে প্রায় ছোটখাটো একটা পুকুর হয়ে গিয়েছে। বিষয়টি ধরা পড়ার পরেই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নির্দেশে প্রস্তুতি নেয় পুরসভা। সেই মতোই এদিন সকাল থেকেই পাইপ মেরামতির কাজে নেবে পড়বেন পুর ইঞ্জিনিয়ারেরা।
advertisement
এখন টালা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, পার্ক সার্কাস, বাগমারি, চালপট্টি, অকল্যান্ড স্কোয়ার, কসবা-সহ একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ হয়। তার ফলে ওই স্টেশনগুলির অধীনস্থ সব এলাকায় এদিন জল বন্ধ থাকবে। এর পাশাপাশি দক্ষিণ কলকাতার ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৯০ ও ৯১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও এদিন জল পাবেন না। তবে আগামিকাল, রবিবার সকাল থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক হবে বলে পুরসভা সূত্রের খবর।
পুরসভার তথ্য বলছে, টালা থেকে প্রতিদিন ১৯ কোটি গ্যালন জল শহরে সরবরাহ হয়। ধাপা, গার্ডেনরিচ-সহ অন্য জলপ্রকল্পগুলি থেকে জল সরবরাহ হলেও, শহরের জলের চাহিদার প্রায় ৬০ শতাংশই পূরণ করে টালা। জল সরবরাহ দফতরের নথি বলছে, ব্রিটিশ আমলে টালা থেকে সরাসরি ভবানীপুর, কসবা পর্যন্ত জল সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল।
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}