আরও পড়ুনঃ দিদির সঙ্গে ভাইয়ের প্রেম! জানতে পারল বাড়ির বউ, তারপর যা ঘটল…! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ…শিউরে উঠবেন
একগুচ্ছ আবেদন জমা পরার কয়েক ঘন্টার মধ্যেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। উপযুক্ত নথি পর্যন্ত দেওয়া হচ্ছে না এমনকী বিএলও দিয়ে যাচাই হচ্ছে না। ERO-দের গাফিলতি খুঁজে বের করার পর এবার এই ভুতুড়ে ভোটারদের জন্য কারা আবেদন করছেন তা নিয়েই এবার কমিশনের নজর।
advertisement
একাধিক ক্ষেত্রে সাইবার ক্যাফেগুলি থেকে আবেদনের তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশনের হাতে। এবার তাই নির্বাচন কমিশনের সুপারিশ মেনে সাইবার ক্যাফে গুলির ওপরে নজরদারি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।
কলকাতা-সহ বাংলার কয়েকটি জেলার বেশ কিছু সাইবার ক্যাফেও স্ক্যানারে বলেই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরের আধিকারিকরা বৈঠক করেছেন বলেই সূত্রের খবর।