TRENDING:

আছে 'এপিক কার্ড', অথচ ভোটার ভ্যানিশ! জেলায় জেলায় হাজার হাজার 'অব্যবহৃত' এপিক! কোন জেলায় সবচেয়ে বেশি জানেন?

Last Updated:

Voter Card: এপিক তৈরি হওয়ার পরেও খোঁজ মিলছে না সেই ভোটারদের। খোঁজ না পাওয়ার জেরে সেই এপিক পৌছল না ভোটারদের কাছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্প্রতি কয়েকটি বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার ধরা পড়ায় প্রত্যেকটি জেলা থেকে রিপোর্ট চেয়েছিল সিইও দফতর। আর তাতেই বেরিয়ে এসেছে বিরাট গরমিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এপিক তৈরি হওয়ার পরেও খোঁজ মিলছে না সেই ভোটারদের। খোঁজ না পাওয়ার জেরে সেই এপিক পৌছল না ভোটারদের কাছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্প্রতি কয়েকটি বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার ধরা পড়ায় প্রত্যেকটি জেলা থেকে রিপোর্ট চেয়েছিল সিইও দফতর। আর তাতেই বেরিয়ে এসেছে বিরাট গরমিল।
হাজার হাজার 'অব্যবহৃত' এপিক
হাজার হাজার 'অব্যবহৃত' এপিক
advertisement

ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দফতরের কতগুলি করে ভোটার কার্ড পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায় তার হিসেব চেয়েছিল সম্প্রতি সিইও দফতর। সেই রিপোর্ট জমা পরল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।

আরও পড়ুন: স্লিপার, এসি, ফার্স্টক্লাস…! ট্রেনে কোন ‘শ্রেণীতে’ কত কেজি ‘লাগেজ’ নেওয়া যাবে? কত ওজনে এক্সট্রা চার্জ? দেখে নিন চার্ট

উত্তর ২৪ পরগনা জেলার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দফতরে সব থেকে বেশি পরে রয়েছে এপিক। উত্তর ২৪ পরগনা জেলায় মোট ৬৯৮১টি এমন এপিক পরে রয়েছে যার ভোটারের হদিস নেই, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৪৮৭৯ টি, পশ্চিম মেদিনীপুরে ১০৮৭, আবার উত্তর কলকাতায় ৮১৯ টি এপিক পড়ে থাকলেও হদিস নেই ভোটারের।

advertisement

আরও পড়ুন: অ্যাকাউন্টে অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে কড়কড়ে ৫০০০ টাকা! শ্রমশ্রী প্রকল্পে ‘কারা’ পাবেন সুবিধা? কী ভাবে করবেন আবেদন? জানুন ‘সঠিক’ নিয়ম!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পড়ে থাকা এই এপিকগুলি চেয়ে পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই এপিকগুলি নিয়ে প্রয়োজনীয় তদন্ত করবে এবং তারপরেই ভোটার তালিকা থেকে এই নাম বাদ দেওয়া হবে নাকি তা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সিইও দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আছে 'এপিক কার্ড', অথচ ভোটার ভ্যানিশ! জেলায় জেলায় হাজার হাজার 'অব্যবহৃত' এপিক! কোন জেলায় সবচেয়ে বেশি জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল