স্লিপার, এসি, ফার্স্টক্লাস...! ট্রেনে কোন 'শ্রেণীতে' কত কেজি 'লাগেজ' নেওয়া যাবে? কত ওজনে এক্সট্রা চার্জ? দেখে নিন চার্ট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Train Luggage Weight Chart: রেল যে নতুন নিয়ম আনতে চলেছে তাতে স্টেশনে স্টেশনে আগে মেপে নেওয়া হবে আপনার লাগেজের ওজন। শুধু ওজনই নয় লাগেজের আকারও পরীক্ষা করা হবে এই নিয়ম মেনে। যদি আপনার লাগেজের ওজন বা আকার নির্ধারিত সীমা অতিক্রম করে, তাহলে অতিরিক্ত চার্জ ধার্য করা হবে।
advertisement
advertisement
advertisement
নতুন এই সিস্টেম কবে ও কখন চালু হবে?
ভারতীয় রেল চলতি আর্থিক বছরেই নতুন এই লাগেজ নিয়ম বাস্তবায়নের পরিকল্পনা করছে। এর আওতায়, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর, আলিগড়, টুন্ডলা-সহ বেশ কয়েকটি স্টেশন থাকছে। এই বিভাগের প্রধান স্টেশনগুলির এন্ট্রি এবং এক্সিট গেটে ইলেকট্রনিক ওজন যন্ত্র স্থাপন করা হচ্ছে।
ভারতীয় রেল চলতি আর্থিক বছরেই নতুন এই লাগেজ নিয়ম বাস্তবায়নের পরিকল্পনা করছে। এর আওতায়, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর, আলিগড়, টুন্ডলা-সহ বেশ কয়েকটি স্টেশন থাকছে। এই বিভাগের প্রধান স্টেশনগুলির এন্ট্রি এবং এক্সিট গেটে ইলেকট্রনিক ওজন যন্ত্র স্থাপন করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লাগেজের ওজনের সীমা অতিক্রম করলে কত ফাইন:
অনুমোদিত সীমার বেশি বুকিং না করা লাগেজ বহনকারী যাত্রীদের বুকিং পরিমাণের ছয় গুণ জরিমানা করা হবে। উদাহরণস্বরূপ, ৪০ কেজি অতিরিক্ত লাগেজ নিয়ে ৫০০ কিলোমিটার ভ্রমণকারী একজন যাত্রী লাগেজ ভ্যান বুকিং করলে তাঁকে ১০৯ টাকা দিতে হবে। বুকিং না করলে ৬৫৪ টাকা জরিমানা করা হবে।
অনুমোদিত সীমার বেশি বুকিং না করা লাগেজ বহনকারী যাত্রীদের বুকিং পরিমাণের ছয় গুণ জরিমানা করা হবে। উদাহরণস্বরূপ, ৪০ কেজি অতিরিক্ত লাগেজ নিয়ে ৫০০ কিলোমিটার ভ্রমণকারী একজন যাত্রী লাগেজ ভ্যান বুকিং করলে তাঁকে ১০৯ টাকা দিতে হবে। বুকিং না করলে ৬৫৪ টাকা জরিমানা করা হবে।
advertisement