TRENDING:

চলছে ৩ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, বিকেল ৩টে পর্যন্ত ভোট ৬৪.৩৫‍%

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করিমপুর, খড়গপুর সদর, কালিয়াগঞ্জ। আজ রাজ‍্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মূল লড়াই ঘাসফুল ও গেরুয়া শিবিরের। ভোট কাটার অঙ্কে নজর বাম-কংগ্রেস জোটের দিকে। তিন কেন্দ্রের অধিকাংশ বুথেই কেন্দ্রীয়বাহিনী। সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৪.৩৫‍ শতাংশ ৷ এর মধ্যে করিমপুরে ৩টে পর্যন্ত ভোটের হার ৭০.৬৩% ৷ খড়গপুরে ভোট পড়েছে ৫৭.১১% ৷ কালিয়াগঞ্জে ৬৫.৩% ভোট পড়েছে ৷
advertisement

তবে উপনির্বাচন ঘিরে সোমবার সকাল সকালই উত্তেজনা শুরু হল করিমপুর নির্বাচন কেন্দ্রে ৷ করিমপুরের ৩৯ নং বুথে নিখোঁজ বিজেপির পোলিং এজেন্ট ৷ অপহরণের অভিযোগ বিজেপি প্রার্থীর ৷ পুলিশের সঙ্গে বচসা জয়প্রকাশ মজুমদার ৷ শুধু তাই নয়, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও ওঠে ৷

অন্যদিকে, করিমপুরের ৩টি বুথেও শুরু হয় উত্তেজনা ৷ পিপুলখোলা প্রাইমারি স্কুলে ভোটগ্রহণ কেন্দ্রেও দেখা দেয় উত্তেজনা ৷ বিরোধী দলের এজেন্টদের হুমকির অভিযোগ বুথ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ৷ করিমপুরের ২১,২২,২৩ নং বুথের ঘটনা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ৷ বিরোধীদের অভিযোগ অবশ্য অস্বীকার তৃণমূলের ৷

advertisement

কালিয়াগঞ্জেও উপনির্বাচন ৷ ৫ কোম্পানি আধাসেনা কালিয়াগঞ্জে ৷ ২৭০ বুথে ভোট চলছে কালিয়াগঞ্জে ৷ কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ ৷ বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার ৷ বাম-কং জোট প্রার্থী ধীতশ্রী রায় ৷ প্রয়াত বিধায়ক প্রমথনাথ রায়ের কন্যা ধীতশ্রী ৷

অসমে এনআরসি, কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি, অযোধ্যা রায়ের মতো ঘটনাগুলির পরে প্রথম নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে৷ সোমবার খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সেমি ফাইনাল হিসেবেই ধরা যেতে পারে তিন কেন্দ্রের উপনির্বাচনকে৷ বিজেপি ও তৃণমূলের কাছে তাই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

advertisement

লোকসভা ভোটে রাজ্যে ৪২ আসনের মধ্যে ১৮টি পেয়ে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি৷ এই মুহূর্তে রাজ্য রাজনীতির হাওয়া ঠিক কোন দিকে বইছে, তার একটা আন্দাজ পাওয়া যেতেই পারে তিন কেন্দ্রের উপনির্বাচনে৷ খড়গপুর সদর ও করিমগঞ্জের দুই বিধায়ক লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন৷ তাই ওই দুটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হচ্ছে৷ কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে খালি হয় ওই কেন্দ্র৷

advertisement

কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়, সিপিআইএম-এরও সমর্থন রয়েছে৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপনদেব সিনহা ও বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার৷ করিমপুরে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র লোকসভা ভোটে জিতে কৃষ্ণনগরের সাংসদ৷ ওই কেন্দ্রে সিপিআইএম-কংগ্রেস জোট প্রার্থী গুলাম রব্বি লড়বেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে৷ ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়৷ খড়গপুর সদরে বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র মণ্ডল, কংগ্রেস-সিপিআইএম জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল ও তৃণমূলপ্রার্থী প্রদীপ সরকার৷ ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বর্তমানে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ৷ তিন কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরবে ২৮ নভেম্বর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই উপনির্বাচনে বিজেপি যেমন লোকসভা ভোটের পারফর্ম্যান্স বজায় রাখার চেষ্টা করবে, তেমন তৃণমূলও রাজনৈতিক হারানো জমি ফিরিয়ে বিধানসভা ভোটের আগে কামব্যাক করার জন্য মরিয়া৷ কংগ্রেস ও সিপিআইএম-এর কাছেও গুরুত্বপূর্ণ, কারণ বিধানসভা ভোটের আগে এই দুই দলের রাজনৈতিক জমির কী অবস্থা, তারও আন্দাজ মিলতে পারে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
চলছে ৩ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, বিকেল ৩টে পর্যন্ত ভোট ৬৪.৩৫‍%