TRENDING:

Visva Bharati University: বিদ্যুৎ চক্রবর্তীকে এবার থানায় তলব! মেয়াদ শেষের পরেই একগুচ্ছ মামলায় ‘ব্যবস্থা’

Last Updated:

প্রসঙ্গত, বিদ্যুৎ চক্রবর্তীর বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে একাধিকবার আন্দোলনে নামতে দেখা বিশ্বভারতীর পড়ুয়া এবং শিক্ষকরা। সেই কারণে সাম্প্রতিক অতীতে বেশ কয়েকজন পড়ুয়া এবং শিক্ষককে বহিষ্কার পর্যন্ত করেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরেও বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না বিদ্যুৎ চক্রবর্তীর৷ সূত্রের খবর, শুক্রবার ৫টি মামলার প্রেক্ষিতে শান্তিনিকেতন থানায় ডেকে পাঠানো হয়েছিল বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে৷ ফলক বিতর্ক, মুখ্যমন্ত্রীকে চিঠি সহ একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, গত বুধবারই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। তারপরেই তাঁকে থানায় ডেকে পাঠায় পুলিশ৷
advertisement

পুলিশ সূত্রে খবর, মোট ৫টি মামলার জন্য হাজিরা দিতে থানায় ডেকে পাঠানো হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সময়ে আক্রমণ করা হোক কী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বারবার একাধিক অভিযোগ উঠেছে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৫ পাতার চিঠি লিখে আক্রমণ করেছিলেন বিদ্যুৎ।

advertisement

সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল স্থানীয় শান্তিনিকেতন থানায়। তার মধ্যেই ৫টি মামলার ভিত্তিতে বিদ্যুৎ চক্রবর্তীকে এদিন তলব করেছিল পুলিশ। তবে তিনি উপাচার্য থাকায়, এতদিন তাঁকে পুলিশ কোনও নোটিস পাঠায়নি। উপাচার্য হিসাবে তাঁর মেয়াদ শেষ হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওই সমস্ত মামলায় পদক্ষেপ গ্রহণ করল পুলিশ।

advertisement

আরও পড়ুন: মহুয়া মৈত্র কি টিকিট পাবেন ২৪-এর নির্বাচনে? প্রশ্নের উত্তরে বিস্ফোরক সাংসদ

বৃহস্পতিবারই শান্তিনিকেতন থানার কয়েকজন পুলিশ আধিকারিকদের একটি দল বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে গিয়ে এই হাজিরার নোটিস দিয়ে আসে। এর ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়তে চলেছে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের।

প্রসঙ্গত, বিদ্যুৎ চক্রবর্তীর বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে একাধিকবার আন্দোলনে নামতে দেখা গিয়েছে বিশ্বভারতীর পড়ুয়া এবং শিক্ষকদের। সেই কারণে সাম্প্রতিক অতীতে বেশ কয়েকজন পড়ুয়া এবং শিক্ষককে বহিষ্কার পর্যন্ত করেছিলেন বিদ্যুৎ।

advertisement

আরও পড়ুন: ‘মহুয়া নিজের লড়াই নিজে লড়তে পারে’, ঘুষের বদলে প্রশ্ন কাণ্ডে অবশেষে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

আন্দোলনরত পড়ুয়ারা বারবার বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি জানিয়েছিলেন। কিন্তু, সমস্ত ক্ষেত্রেই নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি। বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে আনন্দ করতে দেখা গিয়েছিল পড়ুয়া এবং শিক্ষকদের একাংশকে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Visva Bharati University: বিদ্যুৎ চক্রবর্তীকে এবার থানায় তলব! মেয়াদ শেষের পরেই একগুচ্ছ মামলায় ‘ব্যবস্থা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল