জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণীর নাম শ্রেয়া রায়। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। ফেসবুকে তাঁর ফলোয়ার ৬৭ হাজার এবং ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৫০ হাজার।
তবে এবারই প্রথম নয়, প্রোফাইল ঘেটে দেখা গেল এর আগেও ব্যস্ত ট্রেনে তিনি নাচ করেছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে। কখনও রানু মণ্ডলের সঙ্গে, আবার কখনও ব্যস্ত নিউমার্কেট চত্বরেও নাচ করেছেন তিনি।
advertisement
এবার লোকাল ট্রেনে তরুণীর ওই নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই তিনি ওই ভিডিও আপলোড করেছেন। তবে ওই তরুণীর এই কাজের সমালোচনাও করেছেন অনেকে। ব্যস্ত ট্রেনে এমন নাচ ‘রুচিশীল’ নয়, বলেও কমেন্ট করেছেন অনেকে।
আরও পড়ুন, বিয়ের আগে মা হন মহিলারা, বদলাতে পারেন সঙ্গীও! ভারতের এই জায়গায় রয়েছে অদ্ভুত রীতি
আরও পড়ুন, সোনা জয়ের হ্যাটট্রিক ভারতের, তিরন্দাজিতে মেয়েদের পর ছেলেদের পদক জয়
তরুণীর প্রোফাইল দেখলেই বোঝা যায়, এর আগেও এমন ভিডিও অনেক করেছেন তিনি। এর আগে জওয়ান সিনেমায় শাহরুখ খানের ব্যান্ডেজ পরা লুকের মতো সেজে নেচে ভিডিও করেছেন। সেই ভিডিওটি তিনি ব্যস্ত রাস্তায় করেছেন। এর পাশাপাশি কলেজের ক্লাসরুমেও ভিডিও করেছেন তিনি।