আরও পড়ুন: আইসক্রিম খেয়ে কমবে ওজন? জানুন ও জানান
ফেসবুকে পাওয়া তথ্য অনুযায়ী, মনজিনিস নামের একটি বেকারিতে ঢুকেছিলেন এক যুবতী। দোকানের সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছে সেই প্রতারণার ঘটনা (Viral Video)। দেখা গিয়েছে, যুবতী দোকানে দাঁড়িয়ে স্যান্ডউইচ জাতীয় কিছু খাচ্ছেন। খানিক সময় পর নিজেই নিজের মাথার চুল ছিঁড়ে দাঁত দিয়ে কেটে সেটি খাবারের মধ্যে ঢুকিয়ে দিলেন। ততক্ষণে দোকানে অন্য খদ্দেররা এসেছেন। কিন্তু তখনও ওই যুবতী কিছু বলেননি।
advertisement
আরও পড়ুন: এই গ্রীষ্মে বদলে ফেলুন ঘরের সাজ, শরীর ও মনে আরাম পাবেন!
দোকানের অন্য খদ্দেররা বেরিয়ে যেতেই বিক্রেতাকে ওই যুবতী চুল পরা খাবার দেখান। তার পর দোকান থেকে বিনে পয়সায় ফের নতুন খাবার আদায় করেন। ফেসবুকে এই প্রতারণার ভিডিওই ভাইরাল হয়েছে। ভিডিও পোস্ট করে ফেসবুকে লেখা হয়েছে এটি রবীন্দ্র সরোবরের মনজিনিস দোকানের ঘটনা। ট্যাগেও বিভিন্ন সংবাদমাধ্যম ও বেকারির সংস্থাকে জানানো হয়েছে এই ঘটনা। এমন প্রতারকদের থেকে সাবধান হওয়ার কথা জানানো হয়েছে।