বৃহস্পতিবার তিনদিনের মধ্যে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে থানায় হাজির হওয়ার নোটিশ দিল টালিগঞ্জ থানা ৷ ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকালই ছাড়া পেয়েছেন বিক্রম ৷ আহত অভিনেতা এখন প্রায় সুস্থ ৷ বিক্রমের শারীরিক অবস্থা স্থিতিশীল জানতে পারার পরই তাঁকে তলব করে পুলিশ ৷
শনিবার পার্টি থেকে ফেরার সময় ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয় মডেল-অ্যাঙ্কার সোনিকা সিং চৌহানের ৷ দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন বিক্রমই ৷ দুর্ঘটনায় তিনিও মারাত্মক আহত হন। লেক মার্কেটের কাছে প্রচন্ড গতিতে ডিভাইডারে ধাক্কা মারে বিক্রমদের গাড়ি। গাড়ির সামনের অংশ গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনিকার।
advertisement
সোমবার টালিগঞ্জ থানায় বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেন সোনিকার মামা ৷ যদিও এর আগেই পুলিশ অভিনেতার বিরুদ্ধে ৩০৪ এ, ৪২৭ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল ৷ সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিক্রমকে ৷