সূত্রের খবর, মঙ্গলবার বিজয় রুপানীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। শেষকৃত্য সম্পন্ন হবে মঙ্গলবার, রাজকোটে। উপস্থিত থাকতে পারেন অমিত শাহ। আহমেদাবাদের সিভিল হাসপাতাল থেকে দেহ হস্তান্তরের সময় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মর্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র। গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পটেল জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর পরিবারের সদস্যদের জানানো হয়েছে যে ডিএনএ মিলেছে। তিনি বলেন, ” মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর বাসভবনে যান এবং তাঁর পরিবারকে জানান যে ডিএনএ মেলানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী পরিবারকে এও জানিয়েছেন যে রাজ্য সরকার রাজকোটে শেষকৃত্যের যাবতীয় প্রক্রিয়ায় তাঁদের পাশে থাকবে। কখন দেহ গ্রহণ করা হবে, সেই সিদ্ধান্ত পরিবারের সদস্যরাই নেবেন।”
advertisement
বিমান দুর্ঘটনার পরের দিন রাজ্যে সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন।