বুধবার সকালে আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন ছাত্র-ছাত্রীরা৷ এ দিন সকাল থেকেই থমথমে বিদ্যাসাগর কলেজ চত্বর। রাতের তাণ্ডবের চিত্রটা স্পষ্ট৷ এখনও ছড়িয়ে ছিটিয়ে চেয়ার, টেবিল। এখানে-ওখানে পড়ে ভাঙা কাচ। কলেজ চত্বরে আমহার্স্ট ও বটতলা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অমিত শাহের রোড শো ঘিরে ধুন্ধুমারকাণ্ড ঘটে কলেজ স্ট্রিট চত্বরে। বিদ্যাসাগর কলেজে ঢুকে তাণ্ডব চালানো হয়। ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তি। ভাঙচুর করা হয় কলেজ।
advertisement
প্রথমে বেপরোয়া ইটবৃষ্টি। তারপর কলেজের গেট ভেঙে ঢুকে বেপরোয়া ভাঙচুর। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি দেখে তদন্ত করছে পুলিশ৷ ২ জনকে চিহ্নিত করা গিয়েছে প্রাথমিক ভাবে৷
আরও ভিডিও: মূর্তি ভাঙার ঠিক আগের মুহূর্তে অমিত শাহের র্যালি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2019 10:08 AM IST