TRENDING:

এবারের পুজোয় ভিক্টোরিয়া মেমোরিয়াল উঠে এসেছে সল্টলেকে

Last Updated:

ভিক্টোরিয়ার ভিতরে দশভুজা। সামনে থেকে দশ হাতে সব সামলাচ্ছেন মহিলারা। পিছন থেকে অবশ্য সাহায্য করছেন পুরুষরাও। সবাই মিলে সাজাচ্ছেন সল্টলেকের ভিক্টোরিয়া মেমোরিয়ালকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সল্টলেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই? ভাবছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল তো ময়দানে। বিডি ব্লক সর্বজনীনের পুজোয় এলে মনে হতেই পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল উঠে এসেছে সল্টলেকে। মহিলা পরিচালিত পুজোর এবার ৪১ বছর।
advertisement

এক সকালে ভোরের আলো মেখে ভিক্টোরিয়ার পরিটা দুলে দুলে নেচে ওঠে। কেউ দেখতে পায় না। শুধু শহর কলকাতা দেখে...

ভিক্টোরিয়ার বাগানের হাঁটার সময় কত প্রেম প্রতিশ্রুতি দেয়। দু’টো মানুষ জানে। আর জানে ওই পরীটা...

কলম যখনই কলকাতার কথা লেখে, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে মনে রাখে। কিন্তু, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা যদি চলে যায় সল্টলেকে? বিডি ব্লক সর্বজনীনের মণ্ডপে গিয়ে ভিক্টোরিয়া ভেবে ভুল হতেই পারে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুজোর সবটাই মহিলাদের হাতে। তাঁরা বলছেন, মণ্ডপ দেখে মনে হবে আসল ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের বাগানটাও থাকবে হুবহু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভিক্টোরিয়ার ভিতরে দশভুজা। সামনে থেকে দশ হাতে সব সামলাচ্ছেন মহিলারা। পিছন থেকে অবশ্য সাহায্য করছেন পুরুষরাও। সবাই মিলে সাজাচ্ছেন সল্টলেকের ভিক্টোরিয়া মেমোরিয়ালকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবারের পুজোয় ভিক্টোরিয়া মেমোরিয়াল উঠে এসেছে সল্টলেকে