সব জেলার জেলাশাসক, টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে এদিন বৈঠক করবেন মুখ্য সচিব।কাঁচা লঙ্কা, পেঁয়াজ ইত্যাদির দাম ইতিমধ্যেই দফায় দফায় বাড়ছে। ফের দাম বাড়ছে বেগুনেরও।পুজোর আগে থেকেই বাজারে যাতে সব দ্রব্যের যোগান স্বাভাবিক থাকে তা নিশ্চিত করা হবে শুক্রবারের বৈঠকে, এমনটাই সূত্রের খবর।
advertisement
নবান্ন সূত্রের খবর, পুজোর সময় যাতে সুফল বাংলাতে পর্যাপ্ত পরিমাণে সবজি থাকে তা নিশ্চিত করা হবে শুক্রবারের বৈঠকে। বিভিন্ন বাজারে বাজারে শাকসবজির দাম নিয়ে জেলাগুলির থেকে রিপোর্টও নেওয়া হবে বলে সূত্রের খবর। বৈঠক করা হবে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 12:37 PM IST