এদিন হাওড়া স্টেশন ঘুরে দেখারও কথা রয়েছে এসপিজির আধিকারিকদের। ৩০ ডিসেম্বর সকাল দশটায় কলকাতা এয়ারপোর্টে বিশেষ বিমানে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়ে দশটায় হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী র। হাওড়া স্টেশনে পৌঁছে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর সকাল ১১ টায় আইএনএস নেতাজিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানানর কথা প্রধানমন্ত্রীর।
advertisement
সাড়ে এগারোটার পর থেকে ১.১০ পর্যন্ত গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ৪৫ মিনিট মধ্যাহ্ন ভোজের জন্য সংরক্ষণ করা থাকবে আলাদা করে বলেই সূত্রের খবর। দুপুর ২.১৫ মিনিটে তিনি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে বিশেষ বিমানে রওনা দেবেন। মোট ৪ ঘণ্টা ১৫ মিনিটের তিনটে কর্মসূচিতে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
আরও পড়ুন: জানুয়ারিতে রাজ্যে নাড্ডা! সংগঠনের প্রশ্নে তোপের মুখে পড়তে চলেছে রাজ্য বিজেপি?
সেই সফরকে ঘিরেই কড়া নিরাপত্তার জন্য এদিন বিশেষ বৈঠকে রাজ্যের সঙ্গে বসতে চলেছেন এসপিজির আধিকারিকরা। সূর্যের খবর এসপিজির ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা এদিন সকালেই কলকাতা এসে পৌঁছবেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকদের পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা এসপিজির আধিকারিকদের। যদিও সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গতকালই প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে করোনা বিধি যাতে মেনে চলা হয় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে সেই বিষয়েও নবান্নকে একপ্রকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়