TRENDING:

Vande Bharat || PM Modi: বন্দে ভারতের উদ্বোধনে হাওড়ায় মোদি! শুক্রবার আর কোথায় যাচ্ছেন প্রধানমন্ত্রী? আজ নিরাপত্তা বৈঠকে SPG আধিকারিকরা

Last Updated:

Vande Bharat || PM Modi: সকাল ১১ টা থেকে দফায় দফায় বৈঠক করার কথা এসপিজির নিরাপত্তা আধিকারিকদের। ৩০ ডিসেম্বর কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতায় পা রাখার ৭২ ঘন্টা আগে থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকা এসপিজির আধিকারিকরা বৈঠক করা শুরু করলেন প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে। বুধবার কলকাতায় আসছেন এসপিজির আধিকারিকরা। হাওড়া স্টেশন, কলকাতা এয়ারপোর্ট, রেসকোর্স এবং আইএনএস নেতাজিতে বৈঠক করার কথা এসপিজির আধিকারিকদের। সূত্রের খবর, আজ থেকেই হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্মে নিরাপত্তার দায়িত্ব কার্যত নিতে চলেছেন এসপিজির আধিকারিকরা।
প্রধানমন্ত্রীর সফরে কোন কোন পরিকল্পনা?
প্রধানমন্ত্রীর সফরে কোন কোন পরিকল্পনা?
advertisement

এদিন হাওড়া স্টেশন ঘুরে দেখারও কথা রয়েছে এসপিজির আধিকারিকদের। ৩০ ডিসেম্বর সকাল দশটায় কলকাতা এয়ারপোর্টে বিশেষ বিমানে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়ে দশটায় হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী র। হাওড়া স্টেশনে পৌঁছে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর সকাল ১১ টায় আইএনএস নেতাজিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানানর কথা প্রধানমন্ত্রীর।

advertisement

আরও পড়ুন: আজ শুরু TET ইন্টারভিউ! প্রাথমিক শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ 'বদল' আনল পর্ষদ, অবশ্যই জেনে নিন!

সাড়ে এগারোটার পর থেকে ১.১০ পর্যন্ত গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ৪৫ মিনিট মধ্যাহ্ন ভোজের জন্য সংরক্ষণ করা থাকবে আলাদা করে বলেই সূত্রের খবর। দুপুর ২.১৫ মিনিটে তিনি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে বিশেষ বিমানে রওনা দেবেন। মোট ৪ ঘণ্টা ১৫ মিনিটের তিনটে কর্মসূচিতে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

advertisement

আরও পড়ুন: জানুয়ারিতে রাজ্যে নাড্ডা! সংগঠনের প্রশ্নে তোপের মুখে পড়তে চলেছে রাজ্য বিজেপি?

সেই সফরকে ঘিরেই কড়া নিরাপত্তার জন্য এদিন বিশেষ বৈঠকে রাজ্যের সঙ্গে বসতে চলেছেন এসপিজির আধিকারিকরা। সূর্যের খবর এসপিজির ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা এদিন সকালেই কলকাতা এসে পৌঁছবেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকদের পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা এসপিজির আধিকারিকদের। যদিও সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গতকালই প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে করোনা বিধি যাতে মেনে চলা হয় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে সেই বিষয়েও নবান্নকে একপ্রকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

advertisement

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Vande Bharat || PM Modi: বন্দে ভারতের উদ্বোধনে হাওড়ায় মোদি! শুক্রবার আর কোথায় যাচ্ছেন প্রধানমন্ত্রী? আজ নিরাপত্তা বৈঠকে SPG আধিকারিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল