ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে বিদ্যাসাগর কলোনিতে। কয়েকজন যুবক প্রকাশ্যে মদ্যপান করছিল বলে অভিযোগ। স্থানীয় রুদ্রাক্ষ ক্লাবের সদস্যরা এর প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে ক্লাবের সদস্যদের বচসা হয়। শনিবার রাতে প্রায় ৫০ জন দুস্কৃতীদের বাহিনী চড়াও হয় ক্লাবের সামনে।
আরও পড়ুন: ভয়ঙ্কর দ্রুত গতির জেট প্লেনেও কি ব্রেক থাকে? ৯০% লোকজনই জানেন না
advertisement
বোতল, লাঠি ইত্যাদি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ক্লাবের আসবাবপত্র ভাঙচুর করা হয়। ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগও উঠেছে। এর ফলে কয়েকজন আহত হন।
আরও পড়ুন: দীপাবলির পর কী করেন এত প্রদীপ? ফেলে দেন? বড় ভুল! এই ৫ ভাবে কাজে লাগান, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে
সূত্রের খবর অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তাঁর হাতে চারটে সেলাই পড়ে। নেতাজি নগর থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোজ চালানো হচ্ছে বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে।