এর আগেও বহুবার বিক্ষোভ মিছিল করেছেন আপার প্রাইমারী চাকরি প্রার্থীরা। সূত্রের খবর স্কুল সার্ভিস দফতর ঘেরাওয়ের কর্মসূচী চাকরি প্রার্থীদের। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এদিন হাজার হাজার চাকরিপ্রার্থী পথে নামেন। চাকরিপ্রার্থীদের দাবি, তাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে।
আরও পড়ুন: গুণের ভাণ্ডার, রোজ খাচ্ছেন দই? সাবধান, কাদের খাওয়া একেবারে বারণ? শরীরের দফারফা হওয়ার আগেই জানুন
advertisement
বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। একজন মহিলা চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাকে তুলতে গিয়ে তাকে শুশ্রূষা করছেন মহিলা পুলিশ অফিসাররা।
আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আরও বড় আকারে এসএসসি ভবন অভিযানে তারা আসবেন যদি হাইকোর্ট নির্দেশিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা না হয়।