TRENDING:

এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক

Last Updated:

Teacher: এদিন কালীঘাট মেট্রো স্টেশনের ২ নম্বর গেট দিয়ে প্রচুর চাকরিপ্রার্থী বেরিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন৷ সেই সময়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কালীঘাট মেট্রো স্টেশন চত্বর৷ এদিন কালীঘাট মেট্রো স্টেশনের ২ নম্বর গেট দিয়ে প্রচুর চাকরিপ্রার্থী বেরিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন৷ সেই সময়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ চাকরিপ্রার্থীদের আটক করে তুলে নিয়ে যায় পুলিশ৷
advertisement

ধস্তাধস্তির সময়ে বেশ কিছু চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে যান৷ তাঁদের অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়৷ রাসবিহারি অ্যাভিনিউয়ের দিকেই মূলত ধস্তাধস্তি হয়৷ মোট তিনটি বাসে চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ৷ বিক্ষোভকারীদর অভিযোগ, "২০১৫ সালে তাঁরা পরীক্ষা দিয়েছিলেন৷ কিন্তু সেই নিয়োগ এখনও হয়নি৷ বিক্ষোভের সময়ে পুলিশ আমাদের মারধর করেছে৷ আমাদের হাতে যন্ত্রণা হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও আমাদের মার খেতে হচ্ছে৷"

advertisement

আরও পড়ুন, আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ, বাড়ি গিয়ে তাঁকেই কুপ্রস্তাব সাব ইন্সপেক্টরের

কয়েকদিন আগে এক্সাইড মোড়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তুমুল উত্তেজনা তৈরি হয়৷ সেই সময়ে এক চাকরিপ্রার্থীকে কামড়ানোর অভিযোগ ওঠে এক মহিলা পুলিশের বিরুদ্ধে৷ বিষয়টি ঘিরে সোচ্চার হয় রাজনৈতিক মহলও৷ যদিও বিতর্ক সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ৷ কামড়ানোর ঘটনায় পুলিশের পক্ষ থেকেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷

advertisement

আরও পড়ুন, আচমকা কার্ডিয়াক অ্যারাস্ট, অতি সঙ্কটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেই সময়েও রবীন্দ্র সদন চত্বরেও মেট্রো করে এসে অনেক চাকরিপ্রার্থী বিক্ষোভে যোগ দেন৷ এদিনও দেখা যায় কালীঘাটে মেট্রো স্টেশনের ২ নম্বর গেট থেকে প্রচুর বিক্ষোভকারী আসেন৷ বিক্ষোভকারীদের মধ্যে প্রচুর সংখ্যক মহিলাও ছিলেন। এদিন কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয় রাসবিহারী অ্যাভিনিউ চত্বরে৷ রাস্তার এক পাশ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে৷ শেষে প্রচুর পুলিশ নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল