TRENDING:

বাজারে মাছ জ্যান্ত রাখতে কী কেমিক্যাল ব্যবহার করছেন ব্যবসায়ীরা! অজানা জিনিসে ধোঁয়াশা

Last Updated:

মাছের পাইকারি বাজারে যতগুলো দোকান রয়েছে বেশিরভাগ দোকানদার ওই কেমিক্যালটি ব্যবহার করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতিদিন সকালবেলা চিংড়িহাটা মাছ বাজারের পাশ দিয়ে গেলে দেখা যায় ড্রামে করে জ্যান্ত মাছ বিক্রি হচ্ছে। ড্রামের যে জলে মাছ রয়েছে, সেই জলের মধ্যে কিছু একটা মেশাচ্ছেন মাছ বিক্রেতারা। পাশেই ছোট ছোট প্যাকেট করে সেটি বিক্রি করছে এক মহিলা। মহিলার দাবি ,ওই নাম বিহীন ছোট্ট প্যাকেট গুলিতে দানাদানা সাদা রঙের যেগুলি রয়েছে, সেগুলি জলের সঙ্গে মেশালে জলে অক্সিজেনের পরিমাণ বাড়ে। যার ফলে মাছ দীর্ঘক্ষণ অবধি জলে বেঁচে থাকে।
advertisement

তবে শুধুই মহিলা নয়, মাছের পাইকারি বাজারে যতগুলো দোকান রয়েছে বেশিরভাগ দোকানদার ওই কেমিক্যালটি ব্যবহার করেন। কতটা জলে কত পরিমাণ দিতে হয়? সেটা এঁরা জানেন না। এঁদের দাবি, জলে মাছ যতক্ষণ বেঁচে থাকে, তার থেকে চার থেকে পাঁচ ঘন্টা বেশি বেঁচে থাকে এই কেমিক্যালটি দিলে।

advertisement

এ বিষয়ে মৎস্য বিজ্ঞানী বিজয় কালী মহাপাত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাছ বেশিক্ষণ জলে জ্যান্ত রাখতে গেলে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। তার জন্য অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে দানা দানা সাদা যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, সেটি তার কাছে অচেনা। পরীক্ষা না করে তিনি এ বিষয়ে কিছু মন্তব্য করতে রাজি হলেন না।

advertisement

আরও পড়ুন - আম্বানি পরিবারে বিয়ের সানাই, ছোট ছেলে অনন্তর সঙ্গে রাধিকার বাগদান

আরও পড়ুন - ফিরে দেখা, সপরিবার আম্বানি, উপস্থিত রণবীর, জাহিরও, দেখুন রাধিকার নৃত্যানুষ্ঠানের ছবি

তবে যারা ব্যবহার করছেন ,তারা ওই কেমিক্যালটির ব্র্যান্ড নাম কি বা জেনেরিক নাম কি? সেটি বলতে পারলেন না। শুধু দাবি করলেন, মাছ জলে অনেকক্ষণ বেঁচে থাকে। বেশ কিছু মৎস্য ব্যবসায়ী দাবি করলেন, তাঁরা মাছের সঙ্গে কোন কেমিক্যাল ব্যবহার করেন না। কারণ বহু ক্রেতা রয়েছেন যাঁরা রাসায়নিক ব্যবহার করা মাছ পছন্দ করেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

তবে এই যে কেমিক্যালটি ব্যবহার করছে, যার গায়ে কোন কিছু লেখা নেই, শুধু একটি সাদা প্লাস্টিকের মধ্যে ভরে দশ টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছে। এর উপকার কিংবা অপকার কতটা? সেটা কিন্তু না জেনেই ব্যবহার করছেন বিক্রেতারা বলে দাবি ,বেশ কিছু খরিদ্দারের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাজারে মাছ জ্যান্ত রাখতে কী কেমিক্যাল ব্যবহার করছেন ব্যবসায়ীরা! অজানা জিনিসে ধোঁয়াশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল