TRENDING:

মহাজোট নতুন সরকার গড়লে কৃষকদের আত্মহত্যা বন্ধ হবে, শ্রমিকরা কাজ পাবেন: জিগনেশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কোন পথে জাতীয় রাজনীতি ? ঠিক করবে শনিবারের তৃণমূলের ব্রিগেড। ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে রাজনৈতিক নেতাদের চাঁদের হাঁট। সন্ধেয় সঙ্গীদের নিয়ে মমতার সঙ্গে চা চক্রও হবে  । মোদি বিরোধিতার সুর চড়াতে তৈরি হবে রূপরেখা।
advertisement

বিজেপি বিরোধিতায় একজোট বিরোধীরা। ব্রিগেডের মঞ্চে লড়াইয়ের ডাক হার্দিক-জিগনেশদের। শনিবার ব্রিগেডের সভায় দলিত নেতা জিগনেশ মেবানী সব প্রতিনিধিদের একজোট হওয়ার বার্তা দেন ৷ তিনি বলেন, ‘‘ সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে ৷ কৃষক, শ্রমিক, দলিত, সংখ্যালঘু, মধ্যবিত্তের উপর শোষণ ও বঞ্চনা চলছে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতিরাও প্রেস মিট করেছিলেন ৷ ২০১৯-এর লড়াইয়ে বিজেপিকে হঠানো প্রয়োজন ৷ মমতাদি এই আওয়াজ দিয়েছিলেন ৷ মহাজোট নতুন সরকার তৈরি করলে কৃষকদের আত্মহত্যা করতে হবে না, শ্রমিকরা কাজ পাবে ৷ মাওবাদী তকমা দিয়ে যাদের ধরা হয়েছে তাদের মুক্তি দিতে হবে ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে পতিদার নেতা হার্দিক প্যাটেল নেতাজির প্রসঙ্গ তুলে বলেন, ‘‘ সুভাষ বাবু ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন, আমরা চোরেদের বিরুদ্ধে লড়ব ৷ যখনই দিদি ডেকেছেন তখনই এসেছি ৷ আমাদের সবার একজোট হওয়া প্রয়োজন ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
মহাজোট নতুন সরকার গড়লে কৃষকদের আত্মহত্যা বন্ধ হবে, শ্রমিকরা কাজ পাবেন: জিগনেশ