TRENDING:

রাজ্যের পাওনা নিয়ে সংসদে হট্টগোল, মোদি-মমতা বৈঠকের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর!

Last Updated:

ভুয়ো জব কার্ড নিয়ে এ দিন লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ ওরফে দেব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  রাজ্যের বিরুদ্ধে ভুয়ো জব কার্ড ইস্যু করে টাকা নয়ছয়ের অভিযোগ করা হয়েছে।কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের পাওনা টাকাও আটকে রাখার অভিযোগে সরব হয়েছে রাজ্য সরকার ও শাসক দল৷   এই পরিস্থিতির মধ্যেই মনরেগা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং।
মোদির দরবারে ফের যাবেন মমতা?
মোদির দরবারে ফের যাবেন মমতা?
advertisement

মঙ্গলবার লোকসভায় আবারও রাজ্যের বকেয়ার দাবিতে সরব হন সুদীপ বন্দোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, আড়াই ঘণ্টা অপেক্ষা করার পরেও দেখা করেননি কেন্দ্রীয় প্রতি মন্ত্রী। সুদীপের এই বক্তব্যে ক্ষুব্ধ হন পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি জানান, সেদিন  দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তাঁর ঘরে আসেননি তৃণমূলের প্রতিনিধি দল। মন্ত্রীর অভিযোগ, তাঁর নামে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে। একজন সন্ন্যাসিনীর নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মহুয়ার এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।

advertisement

পরে সুদীপ বন্দোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে কথা বলেন গিরিরাজ সিং। সেখানেই সুদীপকে গিরিরাজ বলেন, ” মুখ্যমন্ত্রীকে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। এ ছাড়া কোনও রাস্তা নেই। ” প্রসঙ্গত উল্লেখ্য, এবার সংসদে রাজ্যের ইস্যু তুলে ধরার কৌশল নিয়েছে ইন্ডিয়া জোট তথা তৃণমূল। নিরঞ্জন জ্যোতি অভিযোগ করেন,  আসলে রাজ্যের মানুষের দুর্দশা দুর করা নয়, এসব মিথ্যে অভিযোগ করে রাজনীতির রুটি সেঁকতে চায় তৃণমূল।

advertisement

আরও পড়ুন: পর পর দু’ বার কেঁপে উঠল ঝাড়গ্রাম, ভূমিকম্প না অন্য কিছু? শীতের রাতে জেলা জুড়ে আতঙ্ক

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি যে তথ্য এ দিন সংসদে পেশ করেছেন, তাতে অস্বস্তিতে পড়ে গিয়েছেন রাজ্য বিজেপি-র নেতারাই৷ কারণ কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্যেই স্বীকার করে নেওয়া হয়েছে সবথেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে বিজেপি শাসিত উত্তর প্রদেশেই৷ শুধু উত্তর প্রদেশ নয়, এই তালিকায় উপরের দিকে রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্য৷ সেই তুলনায় ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে সংখ্যার নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হ্যাঙ্গুং খেলার সূচনা ভারতে! আগামী অলিম্পিকের জন্য খেলোয়াড় বাছাই
আরও দেখুন

এই তথ্য সামনে আসার পরেই পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল৷ ভুয়ো জব কার্ড নিয়ে এ দিন লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ ওরফে দেব৷ ঘাটালের তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের মধ্যে সবথেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশে৷ সংখ্যার নিরিখে যা ২ লক্ষ ৯৬ হাজার ৪৬৪৷ ২০২১-২২ অর্থবর্ষে যা ছিল ৬৭, ৯৩৭৷ অর্থাৎ এক বছরেই যোগী রাজ্যে ভুয়ো জব কার্ডের সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের পাওনা নিয়ে সংসদে হট্টগোল, মোদি-মমতা বৈঠকের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল