গতকালের কার্নিভালে মুগ্ধ ইউনেস্কোর প্রতিনিধিদল। মুগ্ধ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অভ্যাগতরা। বিভিন্ন দেশের প্রায় একশোজন প্রতিনিধি অনুষ্ঠানে এসেছিলেন। আন্তর্জাতিক স্তরের এই উদযাপন নিয়ে রিপোর্ট যাচ্ছে জেনিভায়। কলকাতা শহর ও শহরতলির সেরা ৯৬টি পুজো অংশ নিয়েছিল কার্নিভ্যালে। ছিল অসাধারণ সব ট্যাবলোর শোভাযাত্রা। প্রকৃতি রক্ষা থেকে সামাজিক বার্তা সবই ছিল তাতে। যা দেখে খুশি ইউনেস্কোর প্রতিনিধিরা। আরও একবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে চলেছে কলকাতা।
advertisement
রেড রোডের দু’ধারে প্রায় ১৮ হাজার দর্শকের বসার বন্দোবস্ত করা হয়েছিল। প্রতিবারের মতো মূল মঞ্চের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। মোতায়ন ছি কড়া নিরাপত্তা। একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হচ্ছে রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে নজর রাখছে পুলিশ।
কার্নিভালে মূল মঞ্চের পাশাপাশি বেশ কয়েকটি মঞ্চ ছিল। মুখ্যমন্ত্রীর জন্য মূল মঞ্চের উচ্চতা কমানো হয়েছিল। শুক্রবারের কার্নিভালে উপস্থিত ছিলেন দেশ বিদেশের অতিথিরা। প্রায় ১৮ হাজার আসন ছিল কার্নিভালে।