TRENDING:

Durga Puja 2023: দুর্গাপুজো কার্নিভালে মুগ্ধ ইউনেস্কো, আরও একবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের মর্যাদা কলকাতার

Last Updated:

কলকাতা শহর ও শহরতলির সেরা ৯৬টি পুজো অংশ নিয়েছিল কার্নিভ্যালে। ছিল অসাধারণ সব ট‌্যাবলোর শোভাযাত্রা। প্রকৃতি রক্ষা থেকে সামাজিক বার্তা সবই ছিল তাতে। যা দেখে খুশি ইউনেস্কোর প্রতিনিধিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আলোর শহর, আনন্দের শহর, উৎসবের শহর কলকাতা। গতকাল তার ছবি আরও একবার দেখেছে তিলোত্তমাবাসী। শুক্রবার ছিল রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। দুপুর সাড়ে তিনটে নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড ধরে পায়ে হেঁটেই মঞ্চে আসেন তিনি।
advertisement

গতকালের কার্নিভালে মুগ্ধ ইউনেস্কোর প্রতিনিধিদল। মুগ্ধ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অভ‌্যাগতরা। বিভিন্ন দেশের প্রায় একশোজন প্রতিনিধি অনুষ্ঠানে এসেছিলেন। আন্তর্জাতিক স্তরের এই উদযাপন নিয়ে রিপোর্ট যাচ্ছে জেনিভায়। কলকাতা শহর ও শহরতলির সেরা ৯৬টি পুজো অংশ নিয়েছিল কার্নিভ্যালে। ছিল অসাধারণ সব ট‌্যাবলোর শোভাযাত্রা। প্রকৃতি রক্ষা থেকে সামাজিক বার্তা সবই ছিল তাতে। যা দেখে খুশি ইউনেস্কোর প্রতিনিধিরা। আরও একবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে চলেছে কলকাতা।

advertisement

রেড রোডের দু’ধারে প্রায় ১৮ হাজার দর্শকের বসার বন্দোবস্ত করা হয়েছিল।  প্রতিবারের মতো মূল মঞ্চের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। মোতায়ন ছি কড়া নিরাপত্তা। একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হচ্ছে রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন‍্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে নজর রাখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কার্নিভালে মূল মঞ্চের পাশাপাশি বেশ কয়েকটি মঞ্চ ছিল। মুখ্যমন্ত্রীর জন্য মূল মঞ্চের উচ্চতা কমানো হয়েছিল। শুক্রবারের কার্নিভালে উপস্থিত ছিলেন দেশ বিদেশের অতিথিরা। প্রায় ১৮ হাজার আসন ছিল কার্নিভালে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: দুর্গাপুজো কার্নিভালে মুগ্ধ ইউনেস্কো, আরও একবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের মর্যাদা কলকাতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল