কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১/২ ক্রিস্টোফার রোডে এই ছ তলা বহুতলটি তৈরি হচ্ছিল৷ কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে৷ এলাকার তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা জানিয়েছেন, গত পরশু দিন তিনি জানতে পারেন, ওই বহুতলটি হেলে পড়েছে৷ এর পরই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বিষয়টি জানান তিনি৷
বাঘাযতীনের বহুতলটি পাশের একতলা একটি বাড়ির উপরে ভেঙে পড়েছিল৷ ট্যাংরার এই বহুতলটি পাশেই প্রায় সমান উচ্চতার অন্য একটি বহুতলের উপরে বিপজ্জনক ভাবে হেলে পড়েছে৷ নির্মীয়মাণ বহুতলটিতে এখনও কোনও আবাসিক না এলেও পাশের বহুতলটিতে অনেকগুলি পরিবার বসবাস করে৷ স্বভাবতই ওই বহুতলের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ বাঘাযতীনের ঘটবনার পর আতঙ্কিত এলাকাবাসীও৷ খোঁজ চলছে নির্মীয়মাণ বহুতলটির প্রমোটারের৷
advertisement
বাঘাযতীনের ক্ষেত্রে বহুতলটিকে সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা৷ ট্যাংরার এই বহুতলটির ভবিষ্যৎ কী হয়, সেটাই এখন দেখার৷