TRENDING:

Tangra building incident: বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল বহুতল! আতঙ্ক এলাকায়, ঘটনাস্থলে পুরসভার ইঞ্জিনিয়াররা

Last Updated:

কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১/২ ক্রিস্টোফার রোডে এই ছ তলা বহুতলটি তৈরি হচ্ছিল৷ কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঘাযতীনের পর এবার ট্যাংরা৷ ফের কলকাতায় বহুতল হেলে পড়ে বিপত্তি৷ ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি ছ তলা বহুতল পাশের একটি আবাসনের উপরে হেলে পড়েছে৷ স্থানীয় কাউন্সিলরের থেকে খবর পেয়ে আজ সকালেই ঘটনাস্থেল পৌঁছেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা৷ যথাযথ অনুমতি নিয়েই বহুতলটি তৈরি হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
ট্যাংরায় একটি আবাসনের ঘাড়ে হেলে পড়েছে নির্মীয়মাণ বহুতল৷
ট্যাংরায় একটি আবাসনের ঘাড়ে হেলে পড়েছে নির্মীয়মাণ বহুতল৷
advertisement

কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১/২ ক্রিস্টোফার রোডে এই ছ তলা বহুতলটি তৈরি হচ্ছিল৷ কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে৷ এলাকার তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা জানিয়েছেন, গত পরশু দিন তিনি জানতে পারেন, ওই বহুতলটি হেলে পড়েছে৷ এর পরই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বিষয়টি জানান তিনি৷

বাঘাযতীনের বহুতলটি পাশের একতলা একটি বাড়ির উপরে ভেঙে পড়েছিল৷ ট্যাংরার এই বহুতলটি পাশেই প্রায় সমান উচ্চতার অন্য একটি বহুতলের উপরে বিপজ্জনক ভাবে হেলে পড়েছে৷ নির্মীয়মাণ বহুতলটিতে এখনও কোনও আবাসিক না এলেও পাশের বহুতলটিতে অনেকগুলি পরিবার বসবাস করে৷ স্বভাবতই ওই বহুতলের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ বাঘাযতীনের ঘটবনার পর আতঙ্কিত এলাকাবাসীও৷ খোঁজ চলছে নির্মীয়মাণ বহুতলটির প্রমোটারের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাঘাযতীনের ক্ষেত্রে বহুতলটিকে সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা৷ ট্যাংরার এই বহুতলটির ভবিষ্যৎ কী হয়, সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra building incident: বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল বহুতল! আতঙ্ক এলাকায়, ঘটনাস্থলে পুরসভার ইঞ্জিনিয়াররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল