সম্প্রতি গোয়ায় এসে ভারতের মাটিতে যুব বিশ্বকাপের লোগো উন্মোচন করেছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো। আর মঙ্গলবার কলকাতা থেকে যুব বিশ্বকাপের প্রাথমিক সূচি ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। আগামী বছরের ছ’ অক্টোবর ভারতের মাটিতে হত চলেছে কিক-অফ।
পরের বছর সাতই জুলাই জুরিখে হবে যুব বিশ্বকাপের মেগা ড্র। পুজোর পর শুরু হবে বিশ্বকাপের ম্যাচ। ছ’ অক্টোবর শুরু। আর ফাইলান আঠাশে অক্টোবর। ইঙ্গিত যা ওই দিন যুবভারতীতেই হতে পারে যুব বিশ্বকাপের ফাইনাল।
advertisement
কলকাতা-সহ ছ’টি শহরে মধ্যে ফুটবল যজ্ঞ। এর পাশাপাশি যুব বিশ্বকাপ থেকে কলকাতার প্রাপ্তি হতে পারে আটটি ম্যাচ। রেফারিদের ট্রেনিং সেন্টার হতে চলেছে বিধাননগরের সেন্ট্রাল পার্ক। এছাড়াও পুরো টুর্নামেন্ট নিয়ন্ত্রণ করতে কলকাতায় হতে পারে ফিফার অস্থায়ী দফতর।
ইতিমধ্যে পঁচাত্তর শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি পঁচিশ শতাংশ হয়ে যাবে এই বছরের একতিরিশে ডিসেম্বরের মধ্যে। ফিফা জানিয়েছে, চূড়ান্ত পরিদর্শনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ফের একবার মাঠ দেখা হবে। তবে মাঠ ছাড়ার আগে ফের তাঁরা মনে করিয়ে দিয়েছেন, দেশের সেরা ফুটবল স্টেডিয়াম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।