বুধবার সকালে মা কাজে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিল ওই ছাত্রী। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে কলকাতায় বেড়াতে আসেন ছাত্রীর মামা অভিনাথ মিস্ত্রি। অভিযোগ, মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই অভিযুক্ত অভিনাথ মিস্ত্রি তাদের বাড়ি আসে। ভাগ্নির কাছে জল চাওয়ার বাহনায় ঘরে ঢোকে। কিশোরী জল আনতে ভেতরে গেলে বাইরের সদর দরজা বন্ধ করে এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
advertisement
ধর্ষণের কথা কাউকে বললে খুন করে ফেলা হবে বলে নির্যাতিতাকে হুমকি দেয় অভিযুক্ত মামা। ঘটনার দিন রাতে যন্ত্রণায়, ভয়ে ছাত্রীর স্বাস্থ্যের অবনতি ঘটলে বিষয়টি সকলের সামনে আসে। তৎক্ষণাৎ রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানায় কিশোরীর পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
আরও পড়ুন
বধূ নির্যাতনের শিকার আইনজীবী, বাড়িতে আটকে রেখে মারধর করার অভিযোগ শ্বশুরবাড়ি বিরুদ্ধে
পুলিশে অভিযোগ দায়েরের খবর পেয়েই পালিয়ে যায় অভিযুক্ত অভিনাথ মিস্ত্রি। পরে স্থানীয় ক্লাব সদস্যরা অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।